বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে নিঃস্বার্থভাবে কাজ করুন: বাণিজ্য প্রতিমন্ত্রী
ঢাকা: বাণিজ্য প্রতিমন্ত্রী জনাব আবদুল মােমেন তালুকদার জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানাের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য সরকারি কর্মচারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মন্ত্রী সােমবার মতিঝিল বাণিজ্যিক এলাকার ইলুরেন্স একাডেমির প্রথম ৬ সপ্তাহ। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী সভায় প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। সভায় সভাপতিত্ব করেন। একাডেমীর পরিচালক জনাব এম এ সামাদ। জনাব তালুকদার বলেন, নিঃস্বার্থ কর্মতৎপরতা ও সাহায্য-সহযােগিতা ব্যতিরেকে জাতির আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমেই মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা যেতে পারে। মন্ত্রী বলেন, বীমা শিল্পে পদক্ষেপ জাতির অর্থনৈতিক উন্নয়নে অনেকখানি সহায়তা করবে। তিনি বলেন, বীমা শিল্পের উন্নয়নের জন্য সরকারের পরিকল্পনা রয়েছে এবং জনগণের ভাগ্য উন্নয়নের জন্য তিনি প্রশিক্ষণকারীদের প্রতি আহ্বান জানান।৩
রেফারেন্স: ১ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত