You dont have javascript enabled! Please enable it!

মঙ্গলবার আওয়ামী লীগ কার্যকরী সংসদ ও সংসদীয় দলের গুরুত্বপূর্ণ সভা

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী সংসদ এবং সংসদীয় দলের এক যৌথসভা আগামী মঙ্গলবার আহ্বান করা হয়েছে। সকাল নয়টায় শেরে বাংলা নগরস্থ নতুন গণভবনে উক্ত যৌথ সভা শুরু হবে এবং তা দীর্ঘ সময় স্থায়ী হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দলের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে যে, কার্যকরী সংসদ এবং সংসদীয় দলের উক্ত যৌথসভায় দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ব্যাপক আলােচনা অনুষ্ঠিত হবে। এছাড়া যৌথ সভায় উপরােক্ত বিষয়সমূহ এবং ১৯৭৪-৭৫ অর্থবছরের বাজেটসহ বিভিন্ন ব্যাপারে সংগঠনের কার্যকরী সংসদ এবং সংসদীয় দলের সদস্য ও সদস্যাগণ, তাদের। সুস্পষ্ট অভিমত ব্যক্ত করার সুযােগ পাবেন।
বঙ্গবন্ধুর ভাষণ: কার্যকরী সংসদ এবং সংসদীয় দলের যৌথ সভায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নীতি নির্ধারণী গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করতে পারেন বলে দলের ঘনিষ্ঠ মহল আভাস দিয়েছেন। দেশের বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক, সামাজিক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী সংসদ এবং সংসদীয় দলের আগামীকালের যৌথসভার প্রতি রাজনৈতিক পর্যবেক্ষক মহল অত্যন্ত গুরুত্ব প্রদান করছেন। তাছাড়া জুলাই মাসের প্রথম দিকে মন্ত্রিসভা ও প্রশাসনযন্ত্রে ব্যাপক পরিবর্তন এবং সমাজবিরােধীদের দমনের জন্য ফায়ারিং স্কোয়াডের বিধান সম্বলিত কঠোর আইন প্রণয়নের আভাস প্রদান করে ইতােমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে তার ফলে উপরােক্ত যৌথসভা অত্যধিক গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করেন।১০০

রেফারেন্স: ৩০ জুন, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!