বাংলাদেশ-ইসলামাবাদ যুক্ত ইশতেহার
ঢাকা: পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব জুলফিকার আলী ভুট্টো তিনদিন ব্যাপী বাংলাদেশ সফর সমাপ্ত করেছেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। বঙ্গবন্ধু তার এ আমন্ত্রণ গ্রহণ করেছেন। ঢাকা ও ইসলামাবাদ হতে যুগপভাবে প্রচারিত এক যুক্ত ইশতেহারে একথা বলা হয়। বাংলাদেশে অবস্থানকালে জনাব ভুট্টো কয়েকবার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আলােচনা বৈঠকে মিলিত হন। উভয়পক্ষের প্রতিনিধিবৃন্দ তাদের এই আলােচনায় সহায়তা করেন।৯৫
রেফারেন্স: ২৯ জুন, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত