You dont have javascript enabled! Please enable it!

ভাসানীর নেতৃত্বে শহরে মিছিল

ঢাকা: রাজধানী ঢাকায় জারীকৃত ১৪৪ ধারা লঙ্ঘন করে শনিবার মওলানা ভাসানীর নেতৃত্বে সর্বদলীয় ঐক্যফ্রন্ট মিছিল বের কররে। পুলিশ লাঠিচার্জ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ ৮ জন মিছিলকারীকেও গ্রেফতার করেছে বলে ঐক্যফ্রন্ট সূত্রে জনা যায়। দুপুর ১১-৪৫ মি. এর দিকে ভাসানী-ন্যাপ অফিস থেকে পার্টির চেয়ারম্যান মওলানা ভাসানীর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি রমনা থানার সম্মুখ দিয়ে এগিয়ে গেলে পুলিশ লাঠিচার্জ করে। এতে কয়েকজন মিছিলকারী আহত হয়েছে। ভাসান-ন্যাপের সম্পাদক জনাব মশিউর রহমান জানান। যে, পুলিশের লাঠিচার্জে মওলানা ভাসানীও সামান্য আহত হয়েছেন। গ্রেফতারকৃত অন্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন ভাসান-ন্যাপের ঢাকা নগর শাখার সম্পাদক জনাব সিরাজুল হক মন্টু এবং পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাপ্তাহিক প্রাচ্যবার্তার সম্পাদক জনাব ফজলে লােহানী।
ঐক্যফ্রন্টের বিবৃতি: সর্বদলীয় ঐক্যফ্রন্টের জনাব আতাউর রহমান খান, জনাব মশিউর রহমান, অলি আহাদ, হাজী মােহাম্মদ দানেশ, খান সরিফুর রহমান, জনাব নাসিম আলী, জনাব মুখলেছুর রহমান, কাজী জহুরুল ইসলাম, জনাব সিরাজুল হােসেন, জনাব হায়দার আকবর খান রমনা ও মিসেস আমেনা বেগম এক যুক্ত বিবৃতিতে পুলিশের উক্ত স্বেচ্ছাচারমূলক লাঠিচার্জের নিন্দা করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ ‘আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্ট মনােভাব প্রতিরােধের উদ্দেশ্যে ঐক্যফ্রন্টের সভায় যােগদানের আহ্বান জানিয়েছেন।৯৬

রেফারেন্স: ২৯ জুন, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!