ভুল ব্যাখ্যা দিয়ে ইতিহাস পাল্টানাে যায় না: বঙ্গবন্ধু
ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন ‘ভুল ব্যাখ্যা দিয়ে ইতিহাসের পরিবর্তন ঘটানাে যায় না। ইতিহাস ইতিহাস হিসেবেই থেকে যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে পাকিস্তানি প্রধানমন্ত্রীর দেয়া ভােজসভায় ভাষণদানকালে বঙ্গবন্ধু একথা বলেন। শুক্রবার রাতেই ভােজসভার আয়ােজন করা হয়। বঙ্গবন্ধু বলেন, আমাদের মনে দুঃখ থাকলেও বাংলাদেশ পাকিস্তানের জনগণ ও সরকারের সাথে নতুন সম্পর্ক গড়ে তুলতে চায়। জনাব ভুট্টোর সাথে তার আলােচনা ও উভয় দেশের প্রতিনিধিদের মতাে বিনিময়ের উল্লেখ করে বঙ্গবন্ধু আশা প্রকাশ করেন যে, বিশ্বস্ততা থাকলে আমরা লক্ষ্যে পৌঁছতে পারবাে। বাংলাদেশের নীতির উল্লেখ করে বঙ্গবন্ধু বলেন, আমরা সকল দেশের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা চালাচ্ছি। কাজেই আমরা পাকিস্তানের জনগণ ও সরকারের সাথেও বন্ধুত্ব স্থাপনকে স্বাগত জানাবাে। বঙ্গবন্ধু পাকিস্তানি প্রধানমন্ত্রীর ভাষণের উল্লেখ করে বলেন, আমরা জনাব ভুট্টোর আংশিক উর্দু ও আংশিক ইংরেজিতে বক্তৃতা শুনে আনন্দিত হয়েছি। তিনি বলেন, ভুট্টো সাহেব অনেক ভাষাই শিখছেন, তবে তিনি (বঙ্গবন্ধু) আরও খুশি হতেন যদি জনাব ভুট্টো সিন্ধি, পশতু ও বালুচি ভাষাতে কথা বলতেন। বঙ্গবন্ধু বলেন, ভাষা জানা এক কথা কিন্তু নিজের ভাষাকে জানা, তাকে ভালােবাসা এবং সে ভাষায় কথা বলা আর এক জিনিস। ভােজসভায় ভাষণ দানকালে পাকিস্তান প্রধানমন্ত্রী জনাব ভুট্টো বলেন যে, বাংলাদেশের সাথে পাকিস্তান ভালাে সম্পর্ক গড়ে তুলতে চায়। এই লক্ষ্য অর্জনে বঙ্গবন্ধুর নেতৃত্বে গঠিত বাংলাদেশ সরকারের প্রতি পাকিস্তানের পূর্ণ আস্থা আছে। তিনি আশ্বাস দিয়ে বলেন যে, তারা সমস্যার সন্তোষজনক সমাধানে পৌছাতে চেষ্টা করবেন এবং উভয় দেশ এতে সমভাবে প্রচেষ্টা গ্রহণ করবে। ভােজসভায় জাতীয় সংসদের স্পীকার জনাব আবদুল মালেক উকিল, মন্ত্রিসভার সদস্যবর্গ, বিদেশি কূটনীতিক ও রাজনৈতিক নেতৃবর্গ উপস্থিত ছিলেন।৯৭
রেফারেন্স: ২৯ জুন, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত