You dont have javascript enabled! Please enable it!

জনসভা স্থগিত ও আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অনুরােধ

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাসানী-ন্যাপ প্রধান মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতি দেশের আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে সম্মিলিত বাহিনীর যৌথ অভিযান শেষ না হওয়া পর্যন্ত ঢাকায় তার প্রস্তাবিত জনসভা স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন। খবরে প্রকাশ, গত শুক্রবার মওলানা ভাসানীর কাছে এক তারবার্তায় বঙ্গবন্ধু বলেন, যৌথ অভিযান সফল করার জন্য ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তারবার্তায় বঙ্গবন্ধু বলেন, মওলানা ভাসানী ও অপর সকল রাজনৈতিক নেতা যৌথ অভিযানকে স্বাগত জানিয়েছিলেন। তারবার্তার পূর্ণ বিবরণ নিচে দেয়া হলাে:
আপনার তারবার্তা পেয়েছি। যৌথ অভিযান সফল করার জন্য ১৪৪ ধারা জারি করা। হয়েছে। আপনি ও অন্যান্য সকল রাজনৈতিক দল এই অভিযানকে স্বাগত জানিয়েছিলেন। যৌথ অভিযান শেষ না হওয়া পর্যন্ত অনুগ্রহপূর্বক আপনার প্রস্তাবিত জনসভা স্থগিত রাখার ও দেশের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অনুরােধ জানাচ্ছি।৯৮

রেফারেন্স: ২৯ জুন, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!