বিশ্ব ব্যাংক শতকরা ৮৫ ভাগ সাবেক ঋণ মওকুফ করতে পারে
ওয়াশিংটন: পাকিস্তান আমলে বাংলাদেশকে প্রদত্ত বিশ্ব ব্যাংকের মােট ঋণ ও সাহায্যের শতকরা ৮৪ ভাগ অব্যাহতি দানের জন্য বাংলাদেশ যে প্রস্তাব দিয়েছে, বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট মি. ম্যাকনামারা তা সহানুভূতি সহকারে বিবেচনা করে সম্মত হয়েছেন বলে অর্থমন্ত্রী জন তাজউদ্দীন আহমদ রবিবার ঢাকায় উল্লেখ করেন। অর্থমন্ত্রী ওয়াশিংটন থেকে বলেন যে, এক সপ্তাহ যাবত ওয়াশিংটনে অবস্থানকালে তিনি বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করলে মি. ম্যাকনামারা তাকে উপরােক্ত আশ্বাস দান করেন। জনাব তাজউদ্দীন আহমদ বলেন যে, বাংলাদেশ ৪০-৫০ বছরের মধ্যে দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিশ্ব ব্যাংকের ঋণ ও সাহায্যের অবশিষ্ট শতকরা ১৬ ভাগ পরিশােধ করতে সম্মত হয়েছে।৫২
রেফারেন্স: ১৬ জুন, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত