You dont have javascript enabled! Please enable it!

আওয়ামী লীগ সংসদের বৈঠকে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালােচনা

সংসদ ভবন: রবিবার আওয়ামী লীগ সংসদীয় দলের সভায় দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলােচনা করা হয়। দেশব্যাপী যৌথ অভিযানের ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করা হয়। জাতীয় সংসদের কমিটি রুমে অনুষ্ঠিত সংসদীয় দলের এ সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব এম এ মনসুর আলী। আড়াই ঘণ্টাকাল স্থায়ী এ বৈঠকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ব্যাপারে সদস্যদের প্রস্তাবের উপর বিশদ আলােচনা করা হয়। রাজধানীতে অবস্থানরত মন্ত্রী পরিষদের সকল সদস্য এ সভায় যােগদান করেন। বৈঠকের পর চীফ হুইপ শাহ মােয়াজ্জেম হােসেন সাংবাদিকদের জানান যে সভায় এ ব্যাপারে জেলাওয়ারী রিপাের্টের উপর আলােচনা করা হয়। স্বরাষ্ট্র ও যােগাযােগমন্ত্রী সদস্যদের সংসদীয় দলের গত বৈঠকে প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গৃহীত ব্যবস্থা প্রসঙ্গে অবহিত করেন।৫৪

রেফারেন্স: ১৬ জুন, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!