ওয়াশিংটন সফর: প্রত্যাগত অর্থমন্ত্রী তাজউদ্দীনের বিবৃতি
ঢাকা: অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ রবিবার বলেন যে বাংলাদেশ আগামী আর্থিক বছরে তার উন্নয়ন অব্যাহত রাখার জন্য বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক অর্থ তহবিল ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা থেকে পর্যাপ্ত পরিমাণ আর্থিক সাহায্য লাভের আশা করে। অর্থমন্ত্রী ওয়াশিংটন সফরশেষে স্বদেশ ফিরার পর গতকাল রবিবার ঢাকা বিমান বন্দরে সাংবাদিকদের সাথে আলাপ করছিলেন। তিনি ১২ জুন আন্তর্জাতিক অর্থ তহবিলের বিশটি দেশের কমিটির সর্বশেষ বৈঠকে অংশ গ্রহণের উদ্দেশ্যে ওয়াশিংটন সফর করেন। বিশটি দেশের কমিটির বৈঠকে অংশগ্রহণ ছাড়াও জনাব তাজউদ্দীন আহমদ বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট মি. ম্যাকনামারা ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রধান মি. পারের সাথেও আলাপ আলােচনা করেন। অর্থমন্ত্রী বিশ্বব্যাপী তৈলের মূল্য ও অন্যান্য নিত্যব্যবহার্য দ্রব্যমূল্য বৃদ্ধির দরুন উন্নয়ন কর্মসূচি অর্জনে বাংলাদেশের সমস্যাবলী সম্পর্কে তাদেরকে অবহিত করেন। জনাব তাজউদ্দীন আহমদ আগামী আর্থিক বছরে তার দেশের উন্নয়ন। প্রকল্পে অর্থ সাহায্যের জন্য ১৫ কোটি ডলারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার বর্ধিত ঋণ চান। বিশ্বব্যাংক সভাপতি ও আই ডি এ প্রধান আশ্বাস দান করেন যে, তা সহানুভূতি সহকারে বিবেচনা করা হবে।৫৫
রেফারেন্স: ১৬ জুন, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত