ভােজসভায় রাষ্ট্রপতি গিরির ভাষণ
ঢাকা: বাংলাদেশে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে আগত ভারতের রাষ্ট্রপতি মি. ভি ভি গিরি আশা প্রকাশ করেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সহযােগিতা বৃদ্ধি পাবে। তিনি গতকাল রাষ্ট্রপতি মােহাম্মদ উল্লা কর্তৃক প্রদত্ত এক রাষ্ট্রীয় ভােজে ভাষণ প্রসঙ্গে উপরােক্ত আশা প্রকাশ করেন। তিনি বলেন, ভারত ও বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের কল্যাণ সাধনে কঠোর সংগ্রামে নিয়ােজিত হয়েছে। রাষ্ট্রপতি গিরি আশা প্রকাশ করেন, এ কঠোর দায়িত্ব হাল্কা করার জন্য দু’দেশ সর্বক্ষেত্রে সহযােগিতা বৃদ্ধি করবে। মি. গিরি মতাে প্রকাশ করেন যে, দু’দেশকে শিক্ষা থেকে বাণিজ্য সর্বক্ষেত্রেই সহযােগিতা সম্প্রসারিত করা উচিত। রাষ্ট্রপতি গিরি বলেন, ভারত ও বাংলাদেশের এ সহযােগিতা সামরিক ক্ষেত্রে নয়, দু’দেশের জাতীয় জীবনকে অধিকতর সমৃদ্ধির সুনির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে এগুতে হবে। ভারতের রাষ্ট্রপতি স্বাধীনতার পর অর্জিত বাংলাদশের সাফল্যকে প্রশংসা করেন। তিনি মনে করেন, জাতীয়তাবাদী চেতনা প্রগতি অর্জনের লক্ষ্য সুনির্দিষ্ট থাকার কারণে বাংলাদেশ স্বাধীনতার অব্যাহিত পরেই তার লক্ষ্য নির্ধারণে সক্ষম হয়েছে। তিনি বলেন, ভারত বাংলাদেশকে জোটনিরপেক্ষ সম্মেলন কমনওয়েথ প্রধানমন্ত্রী সম্মেলনের মতাে আন্তর্জাতিক অনুষ্ঠানে সহযােগিতা করতে পারায় গর্বিত। নিরাপত্তা পরিষদে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রশ্নটি বিনা বাধায় গৃহীত হওয়ায় মি. গিরি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানে নিজের ভূমিকা কার্যকরভাবে প্রদর্শন হবে ভারত সে প্রতীক্ষা করছে। আগে রাষ্ট্রপতি ভি ভি গিরি বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে এক সাক্ষাৎকার মিলিত
হন।
রাষ্ট্রপতি গিরির সফর সূচি: আজ সকালে রাষ্ট্রপতি ভি ভি গিরি সাভারে অবস্থিত জাতীয় শহীদমিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। আজ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহামান্য অতিথির সম্মানে এক ভােজসভার আয়ােজন করবেন। অপরাহে মহামান্য অতিথি এক নাগরিক সংবর্ধনায় যােগদান করবেন।৪৮
রেফারেন্স: ১৫ জুন, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত