You dont have javascript enabled! Please enable it!

আগামী আর্থিক বছরে বাংলাদে ৩য় বৃহৎ পরিকল্পনা গ্রহণ করবে

ঢাকা: জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি সংস্থা(ইউ এন ডি পি) আগামী আর্থিক বছরে বাংলাদেশে তৃতীয় বৃহৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করবে এবং যুদ্ধ বিধ্বস্ত দেশের অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে নব্বইটি প্রকল্পের কাজ হাতে নিতে যাচ্ছে। সফররত ইউ এন ডি পির আবাসিক প্রতিনিধি মি. এম ই দাস্তগিস ও জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মি. এল ই শেপার্ড পার্টন কর্পোরেশনের চেয়ারম্যানের সাথে শনিবার তার অফিসে সাক্ষাৎকারে আলােচনাকালে একথা জানান। পর্যটন কর্পোরেশনের এক প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী জাতিসংঘের অফিসাররা জানিয়েছেন যে, পর্যটনের সুপরিকল্পিত উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ইউ এন ডি পির সদর দফতর থেকে এরই মধ্যে আশাব্যঞ্জক সাড়া পেয়েছে। অন্যদিকে জাতিসংঘের সাহায্যের মাধ্যমে বাংলাদেশের পর্যটন কর্পোরেশন পর্যটনের ক্ষেত্রে বিশবছরের মাস্টার প্ল্যান গ্রহণ করেছে।৪৯

রেফারেন্স: ১৫ জুন, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!