You dont have javascript enabled! Please enable it! 1974.06.14 | জাতীয় সংসদে প্রশ্নোত্তর, বাংলাদেশ ১৪টি বিশ্ব সংস্থার সদস্য হয়েছে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

জাতীয় সংসদে প্রশ্নোত্তর, বাংলাদেশ ১৪টি বিশ্ব সংস্থার সদস্য হয়েছে

সংসদ ভবন: পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন গত বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নোত্তরে বলেন যে, বাংলাদেশ এই পর্যন্ত ১৪ টি আন্তর্জাতিক ও বিশ্ব সংস্থার সদস্যপদ লাভ করেছে। তিনি আরও বলেন যে, এই অধিকাংশ সংস্থাতেই বাংলাদেশের প্রতিনিধি রয়েছেন। তিনি প্রসঙ্গত আরও বলেন যে, এই পর্যন্ত বিশ্বের ২৯টি দেশে বাংলাদেশের দূতাবাস ও হাই কমিশন খােলা হয়েছে।
আল মাহমুদ প্রসঙ্গ: স্বরাষ্ট্র ও যােগাযােগ দফতরের মন্ত্রী জনাব মনসুর আলী জাতীয় সংসদে জনান যে, দৈনিক গণকণ্ঠের সম্পাদক জনাব আল মাহমুদকে প্রথম শ্রেণির রাজবন্দির মর্যাদা দেয়া হয়েছে। তিনি এক প্রশ্নের লিখিত জবাবে বলেন যে, জনাব আল মাহমুদের সম্পাদনায় দৈনিক গণকণ্ঠে বাংলাদেশ দণ্ডবিধির ১২৪ ক ধারা পরিপন্থী কতিপয় সংবাদ ছাপানাে হয় এবং এই কারণেই তাকে গ্রেফতার করা হয়। জনাব মনসুর আলী অপর এক প্রশ্নের উত্তরে বলেন যে, ফরিদপুরের টুঙ্গীপাড়ায় একটি নতুন থানা স্থাপনের পরিকল্পনা সরকারের হাতে হয়েছে। গােপালপুর, বােনাকুশালী, পতিপাতি ও ডুমুরিয়া ইউনিয়ন নিয়ে এই থানা গঠিত হবে।৪৭

রেফারেন্স: ১৪ জুন, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত