You dont have javascript enabled! Please enable it! 1974.06.12 | স্বল্প বেতনভােগীদের জন্য ১০ হাজার টিনের ঘর নির্মাণে বঙ্গবন্ধুর নির্দেশ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

স্বল্প বেতনভােগীদের জন্য ১০ হাজার টিনের ঘর নির্মাণে বঙ্গবন্ধুর নির্দেশ

ঢাকা: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা শহরে স্বল্প বেতনভােগী সরকারি কর্মচারীদের আবাসিক সমস্যা লাঘবের জন্য পূর্ত দফতরের প্রতি নির্দেশ দিয়েছেন। শহরের ক্রমাগত আবাসিক সমস্যা বিশেষ করে নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের গৃহ সমস্যার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। এ সমস্যা অনেকখানি লাঘব হবে। প্রধানমন্ত্রী অবিলম্বে গৃহ নির্মাণ কাল শুরু করার জন্য পরিকল্পনা কমিশন ও অর্থমন্ত্রণালয়কে প্রয়ােজনীয় অর্থ দিয়ে গৃহ ও পূর্ত নির্মাণ দফতরকে দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী তার নির্দেশ আগামী ডিসেম্বরের মধ্যেই এ ১০ হাজার টিনের ঘর নির্মাণ কাজ সমাপ্ত করার জন্য পূর্ত ও গৃহ নির্মাণ দফতরকে বলেছেন। এই ১০ হাজার ঘরের মধ্যে ৩ কামরা বিশিষ্ট ৩ হাজার ঘর এবং ২ কামরা বিশিষ্ট ৪ হাজার ঘর নির্মাণ করতে হবে। এসব গৃহ নির্মাণের কাজ সমাপ্ত হওয়ার পর আবাসিক সমস্যায় জর্জরিত নিম্ন বেতনভূক্ত সরকারি কর্মচারীদের মধ্যে বিতরণ করার জন্য নির্দেশে বলা হয়েছে।৩৭

রেফারেন্স: ১২ জুন, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত