বিরােধীদের ওয়াকআউট অব্যাহত, সংসদে আলােচনা ছাড়াই দুটি বিল গৃহীত
সংবাদ ভবন: বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের তৃতীয় দিনে বিরােধী ৭জন সদস্যের অনুপস্থিতিতে কোনরূপ আলােচনা ছাড়াই দুটি বিল গৃহীত হয়। গৃহীত বিল দুটি হচ্ছে, দি বঙ্গবন্ধু এওয়ার্ড ফান্ড অর্ডার ১৯৭৩ সংশােধনকল্পে আনীত বিল দি বঙ্গবন্ধু এওয়ার্ড ফান্ড (এমেন্ডমেন্ট) বিল, ১৯৭৪ এবং দি বাংলাদেশ (রেস্টোরেশন অব ইভাকু্যই প্রােপার্টি) অর্ডার ১৯৭২ এর আরাে সংশােধনীকল্পে আনীত বিল দি বাংলাদেশ (রেস্টোরেশন অব ইভাকুই প্রােপার্টি) (এমেন্ডমেন্ট) বিল ১৯৭৪ বিল। কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ আজাদ অনুপস্থিত থাকতে কৃষিবিভাগীয় প্রতিমন্ত্রী শ্রী ক্ষিতিশ চন্দ্র মন্ডল প্রথম বিলটি উত্থাপন করেন। এ কণ্ঠভােটে গৃহীত হয়। দ্বিতীয় বিলটি উত্থাপন করেন সাহায্য ও পুনর্বাসন প্রতিমন্ত্রী জনাব আবদুল মােমিন। এই বিলটি কণ্ঠভােটে কোনরূপ আলােচনা ছাড়া গৃহীত হয়। সংশােধিত বঙ্গবন্ধু এওয়ার্ড ফান্ড বিল, ১৯৭৪ অনুসারে কৃষি মন্ত্রণালয়ের সচিব ট্রাস্টি হিসেবে এবং বাের্ড অব ট্রাস্টি সচিব হিসেবে কাজ করেন। অপরদিকে বাংলাদেশ (রেস্টোরেশন অব ইভাকু্যই প্রােপার্টি বিল ১৯৭টি এর কার্যকালের মেয়াদ বৃদ্ধির জন্য দ্বিতীয় বিল পাস করা হয়।
বিরােধী সদস্যরা আজ অধিবেশনে যােগ দেবেন: জাতীয় সংসদের বিরােধী দলের ৭ জন সদস্য ওয়াকআউট এবং পরপর দুদিন পরিষদ অধিবেশন বর্জনের পর আজ থেকে সংসদে যােগদানের সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখযােগ্য যে, বিরােধী এবং সংসদ সদস্যগণ রাষ্ট্রপতির অনুপস্থিতি নিয়ে স্পীকারের সংসদ বৈধতা নিয়ে জনাব কামরুল ইসলাম মাে. সালাহউদ্দিনের পয়েন্ট অব অর্ডার উত্থাপনের পর থেকে পরিষদ অধিবেশন বর্জন করছিলেন। স্পীকার উক্ত পয়েন্ট অব অর্ডারের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার রুলিং প্রদান করেন এবং পয়েন্ট অব অর্ডারটি প্রত্যাখ্যান করেন।১৫
রেফারেন্স: ৫ জুন, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত