স্বর্ণমানের বিকল্প ব্যবস্থা নিয়ে আলােচনা করা হবে: তাজউদ্দীন
সংসদ ভবন: আগামী সপ্তাহে ওয়াশিংটনে ২০ সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বৈঠক শুরু হচ্ছে। এই বৈঠকে স্বর্ণমানের পরিবর্তে বিশেষ কোন ব্যবস্থার মাধ্যমে লেনদেন সম্পর্কিত প্রস্তাবের আলােচনা করা হবে। সংসদ ভবনে তার নিজস্ব কক্ষে আয়ােজিত এক বিশেষ সাংবাদিক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ এই কথা জানান। অর্থমন্ত্রীর উল্লেখিত সম্মেলনে যােগদানের জন্য আগামী শনিবার ওয়াশিংটন যাত্রা করছেন। অর্থমন্ত্রী বলেন যে, এই কমিটি পাউন্ড ও ডলারের মতাে দু-একটি মুদ্রার পরিবর্তে আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতিপ্রাপ্ত মুদ্রাসমূহের একটি গ্রুপ তৈরি করে স্বর্ণমানের পরিবর্তে বিশেষ কোন লেনদেনের ব্যবস্থার যদি পরিবর্তন করতে পারে তাহলে বাংলাদেশের মতাে উন্নয়নকামী দেশের বিশেষ উপকার সাধিত হবে। এই কমিটি গঠন সম্পর্কে বলতে গিয়ে জনাব তাজউদ্দীন আহমদ বলেন যে, উন্নয়নশীল দেশসমূহই এ কমিটি গঠনের দাবী তুলেছিল। প্রস্তাবিত স্বর্ণমানের পরিবর্তে কোনাে লেনদেন ব্যবস্থা পরিবর্তে অসুবিধা সম্পর্কে বলতে গিয়ে জনাব তাজউদ্দীন স্বীকৃতিপ্রাপ্ত অসংখ্য মুদ্রা একটি নির্দিষ্ট মান। নির্ধারণের প্রতি জোর দেন। জনাব তাজউদ্দীন আহমদ বলেন যে, বর্তমান বিশ্বের স্বর্ণের অভাব। দেখা দেয়ার দরুন এ বিলের লেনদেন ব্যবস্থা উদ্ভাবন করা একান্ত প্রয়ােজনীয় হয়ে পড়েছে। জনাব তাজউদ্দীন বলেন, এই কমিটি গৃহীত সিদ্ধান্তসমূহ আগামী সেপ্টেম্বরে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য মুদ্রা তহবিলের মন্ত্রী পর্যায়ে বৈঠকে অনুমােদনের জন্য পেশ করা হবে।১১
রেফারেন্স: ৩ জুন, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত