You dont have javascript enabled! Please enable it! 1974.06.02 | সরকারি কর্মচারীদের প্রতি তাজউদ্দীন আহমদ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

সরকারি কর্মচারীদের প্রতি তাজউদ্দীন আহমদ

ঢাকা : অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ জনসাধারণের সাথে সদাচরণের জন্য সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকারি কর্মচারীরা কাজ করে না এমন অভিযােগ ঢালাওভাবে দেয়া যেতে পারে না। তবে তাদের মধ্যে কিছু সংখ্যক দুষ্ট লােকও রয়েছে। জনাব তাজউদ্দীন রবিবার বাংলাদেশ সড়ক ও জনপথ কর্মচারী ইউনিয়নের দ্বিতীয় জাতীয় সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। পূর্বাহ্নে যােগাযােগ মন্ত্রী জনাব মনসুর আলী আনুষ্ঠানিকভাবে সম্মেলন উদ্বোধন করেন। ইউনিয়নের সভাপতি জনাব সিদ্দিকুর রহমান এতে সভাপতিত্ব করেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যােগাযােগ দফতরের প্রতিমন্ত্রী জনাব নুরুল ইসলাম মঞ্জু, সড়ক ও জনপথ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব আজিজুল হক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি জনাব আবদুর রহমান এমপি প্রমুখ। সম্মেলন শুরু হওয়ার আগে বঙ্গবন্ধুর মাতা বেগম সাহেরা খাতুনের মৃত্যুতে একটি শােক প্রস্তাব গৃহীত হয়। মরহুমার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। উদ্বোধনী ভাষণে মনসুর আলী শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রতি গুরুত্ব আরােপ করেন। অর্থমন্ত্রী আরও বলেন যে, কৃচ্ছতা সাধনের জন্য অপরকে উপদেশ দেয়ার পূর্বে নিজের ক্ষেত্রে তা কার্যকরী করা প্রয়ােজন। তিনি বলেন, আমরা পঙ্কিল আবর্ত দিয়ে চলেছি। কেবলমাত্র কাগুজে নােট ছাপিয়ে সমস্যা সমাধান করা যাবে না। সমস্যা সমাধানের জন্য সম্পদ বাড়ানাের কাজ করে যেতে হবে। সুখ-ভ্রাতৃত্বের পরিবেশ সৃষ্টি করে সম্পদ বাড়ানাের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে। তিনি বলেন যে, আমরা পঙ্কিল আবর্ত দিয়ে চলেছি। এই অবস্থায় যারা অভুক্ত মানুষের অন্ন কেড়ে খাচ্ছে তাদের খুঁজে বের করার দায়িত্ব শুধু আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়ােজিত ব্যক্তিদের নয়। সার্বিক স্বার্থে দেশের প্রতিটি মানুষের এই দায়িত্ব পালন করা প্রয়ােজন। ওয়ার্ক চার্জ প্রথা বিলােপ করে দেয়ার প্রসঙ্গে তিনি বলেন যে, ওয়ার্ক চার্জ প্রথা বিলােপ করা হলে মেহনতী মানুষের জন্য তা কল্যাণকর হবে কিনা তা ভালাে করে তলিয়ে দেখার প্রয়ােজন রয়েছে। সরকারি কর্মচারীদের যাতায়াত ও আবাসিক সমস্যা নিরসনের চেষ্টা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। যােগাযােগ মন্ত্রী বলেন যে, দেশে বহু সমস্যা রয়েছে। দৃঢ় মনােবল নিয়ে জাতীয় সম্পদের পরিপ্রেক্ষিতে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, ওয়ার্ক চার্জ সম্পর্কে মন্ত্রিসভায় সিদ্ধান্ত গৃহীত হবে। বক্তৃতা প্রসঙ্গে জনাব আবদুর রহমান এমপি বলেন, বেতন কমিশনের রিপাের্ট পুনঃবিবেচনা করা না হলে তা সফল হবে না।৫

রেফারেন্স: ২ জুন, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত