সম্পূরক বাজেট পাস, বিরােধী ও স্বতন্ত্র সদস্যদের ছাঁটাই প্রস্তাব নাকচ
বুধবার জাতীয় সংসদে চলতি বছরের সম্পূরক বাজেট পাস করা হয়। ইতােপূর্বে সংসদে সরকারি দলবহির্ভূত সদস্যবৃন্দ কর্তৃক আনীত ছাঁটাই প্রস্তাব নাকচ করা হয়। ১৯৭৩-৭৪ অর্থবছরের সম্পূরক বাজেটে প্রস্তাবিত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরী দাবীসমূহ সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ সংসদে পেশ করেন। ৭৫ সালের বাজেটের সাথে গত ১৯ জুন সংসদে পেশ করা হয়। প্রশ্নোত্তর পর্বের পর অপরাহে ৫ টা ২৫ মিনিটে স্পীকার জনাব আবদুল মালেক উকিলের সভাপতিত্বে পুনরায় অধিবেশন শুরু হলে সংসদে সম্পূরক বাজেটে প্রস্তাবিত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরী দাবীসমূহের উপর আলােচনা শুরু হয়। সর্বপ্রথম অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ কর্পোরেশন কর ব্যতীত অন্যান্য আয়ের উপর কর, বিক্রয় কর খাতে ১৯৭৩ সালের ১ জুলাই থেকে ১৯৭৪ সালের ৩০ জুন পর্যন্ত প্রয়ােজনীয় খরচ মিটানাের জন্য রাষ্ট্রপতি অনধিক ৮৮ হাজার টাকা। মঞ্জুরের দাবী পেশ করেন। এই প্রস্তাবের উপর কোন ছাটাই প্রস্তাব ছিল না। তার পর ভূমি ও রাজস্ব দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী মােল্লা জালাল উদ্দিন আহমদ ভূমি রাজস্ব খাতে ১৯৭৩ সালের ১ জুলাই থেকে ১৯৭৪ সালের ৩০ জুন পর্যন্ত প্রয়ােজনীয় খরচ মিটানাের জন্য রাষ্ট্রপতিকে অনধিক ১৯ লক্ষ ৯১ হাজার টাকা মঞ্জুরের দাবী করেন। ওই প্রস্তাবের পক্ষে বক্তৃতা প্রসঙ্গে জাসদ দলীয় সদস্য জনাব আবদুস সাত্তার বলেন যে, ভূমি, রাজস্ব প্রশাসন ব্যাপারে সরকার ব্যর্থ হয়েছে। কাজেই এই দাবী সংসদে বিবেচিত হতে পারে না। টাঙ্গাইল থেকে নির্বাচিত জাতীয় সমাজতান্ত্রিক দলীয় সদস্য জনাব সাত্তার অভিযােগ করেন যে, ২৫ বিঘার বেশি জমির মালিকদের সঠিক সংখ্যা এখনও সংগ্রহ করা সম্ভব হয় নাই। তিনি বলেন যে, তার থানা এলাকায় ২৫ বিঘার অধিক জমির মালিকের অতিরিক্ত জমি আদায় করা হয়েছে কিনা তা কেউ বলতে পারে না। কুমিল্লা থেকে নির্বাচিত স্বতন্ত্র সদস্য জনাব আবদুল্লাহ সরকার তার ছাঁটাই প্রস্তাবের সমর্থনে বলেন যে, জনসংখ্যা গণনা সঠিকভাবে অনুষ্ঠিত হয় নাই। সমালােচনার জবাবে ভূমি-রাজস্ব মন্ত্রী মােল্লা জালাল উদ্দিন আহমদ বলেন যে, ব্যয় মিটাবার জন্য যে অর্থের দাবী করা হয়েছে তা রাজস্ব আয় অপেক্ষা অনেক কম। তিনি বলেন, ৮২৯ বর্গমাইল ভূমি জরিপ করা হয়েছে। কিন্তু মূলত ৭ শত বর্গমাইল ভূমি জরিপের কথা ছিল বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি আরও বলেন, জমির সর্বোচ্চ সীমা নির্ধারণের পর ৩২ হাজার একর জমি উদ্ধার করা হয়েছে। লােক গণনার ব্যয় সম্পর্কে মন্ত্রী বলেন, যদিও তা স্বরাষ্ট্র বিভাগের অধীন কিন্তু ভূমি রাজস্ব বিভাগের কর্মচারীদের লােক গণনার কাজে নিয়ােজিত করা হয়। এবং তার জন্য এই দফতরে (রাজস্ব) কর্মচারীদের যাতায়াত ও অন্যান্য ব্যয় বাবদ অর্থ প্রদান করতে হয়েছে। তারপর সংসদ মােল্লা জালাল উদ্দিন আহমদ আনীত ১৯ লক্ষ ৯১ হাজার টাকা মঞ্জুরীর দাবী পাস করেন। আজ জাসদ দলীয় সদস্য জনাব আবদুস সাত্তার ও স্বতন্ত্র সদস্য জনাব আবদুল্লাহ সরকার ছাড়াও স্বতন্ত্র সদস্য মি. মানবেন্দ্র নারায়ণ লারমা ও জনাব মইনুদ্দিন আহমদ মানিক বিভিন্ন দাবীর প্রস্তাবের উপর ছাঁটাই প্রস্তাব আনয়ন করেন। তবে সবগুলাে ছাঁটাই প্রস্তাবই নাকচ হয়ে যায়।৮৬
রেফারেন্স: ২৬ জুন, ১৯৭৪, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত