You dont have javascript enabled! Please enable it!

‘মড়ার উপর খাড়ার ঘা’

ঢাকা: ন্যাশনাল আওয়ামী পার্টি প্রধান মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৯৭৪-৭৫ অর্থবছরে বাজেটে প্রস্তাবিত নতুন কর সম্পর্কে পুনর্বিবেচনা করার জন্য সরকারের প্রতি আবেদন জানিয়েছেন। রবিবার অপরাহে হুকুমতে রাব্বানিয়া সমিতির উদ্যোগে পলাশী দিবস পালন উপলক্ষে স্থানীয় শায়েস্তা খান হলে আয়ােজিত এক সেমিনারে ন্যাপ প্রধান মওলানা ভাসানী বলেন যে, প্রস্তাবিত এই কর গরীব জনসাধারণের উপর অতিরিক্ত চাপের সৃষ্টি করবে। বাজেটের তীব্র সমালােচনা করে মওলানা ভাসানী বলেন, আজ যেখানে পল্লী এলাকার জনসাধারণ নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যের উচ্চমূল্যসহ চরম খাদ্য সমস্যার সম্মুখীন হয়েছে, সেই ক্ষেত্রে এই প্রস্তাবিত নতুন কর মড়ার উপর খাড়ার ঘায়ের শামিল হবে। মওলানা ভাসানী তার ভাষণে ভারত ও সােভিয়েত ইউনিয়নের সম্প্রসারণবাদী নীতির তীব্র সমালােচনা করেন। সেমিনারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মীর ফখরুজ্জামান ও বাংলা জাতীয় লীগ নেতা জনাব অলি আহাদ বক্তৃতা করেন।৮০

রেফারেন্স: ২৩ জুন, ১৯৭৪, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!