রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তন অত্যাসন্ন, মন্ত্রিসভায় ব্যাপক রদবদল
ঢাকা: জুলাই মাসের প্রথম দিকে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক এবং অন্যান্য ব্যবস্থায় বিরাট পরিবর্তন হতে যাচ্ছে। বিশ্বস্ত সূত্রে আজ একথা জানা গেছে। অনুমিত হচ্ছে যে এই পরিবর্তনের ফলে মন্ত্রিসভারও গুরুত্বপূর্ণ রদবদল হবে। পরিকল্পিত ব্যবস্থানুসারে মন্ত্রিসভার কতিপয় সদস্যকে অপসারণ এবং সেই সাথে যেসব দুর্নীতিবাজ দেশের রাজনৈতিক জীবন দূষিত করে তুলেছে। তাদের নির্মূল করা হবে। চোরাচালান, ভেজাল, আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি, কালাে বাজারী এবং সকল প্রকার সমাজবিরােধী অপকর্ম চালিয়ে যারা সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। তাদের সংক্ষিপ্ত আদালতে বিচার করা হবে। প্রয়ােজনে এদের ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা করার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। দুর্নীতিবাজ অফিসারদেরও ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা করা হবে। দেশের রাজনৈতিক অঙ্গন দুর্নীতমুক্তিকরণ, দুর্নীতিবাজ অফিসার নিমূল এবং নতুন সমাজ গঠনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনমনীয় দৃঢ় প্রতিশ্রুতি হিসেবে এসব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জনগণ ন্যায়সঙ্গত আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য বঙ্গবন্ধুর উপর যে ঐতিহাসিক দায়িত্ব ন্যস্ত করেছিল এসব ব্যবস্থা তার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। এসব লক্ষ্য অর্জনে খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তন সাধিত হতে পারে। যথাশীঘ্রই সম্ভব সামাজিক অনাচার দূরীকরণের জন্য অফিসারসহ দুর্নীতিবাজদের জন্য সংক্ষিপ্ত বিচার পরিচালনার জন্য ফৌজদারি দণ্ডবিধির সুবিধামতাে সংশােধন করা হবে। দেশের সাধারণ মানুষের কল্যাণ সাধনের জন্য বঙ্গবন্ধুর গভীর আগ্রহ এবং জনসাধারণের সাথে তার অন্তরের মৌলিক যােগাযােগেই তাকে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণে দৃঢ়প্রতিজ্ঞ হতে অনুপ্রাণিত করছে বলে অনুমান করা হচ্ছে। এ প্রসঙ্গে উল্লেখ্য যে বঙ্গবন্ধু দীর্ঘদিন যাবৎ নীরবতা পালন করছেন।৭৪
রেফারেন্স: ২১ জুন, ১৯৭৪, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত