You dont have javascript enabled! Please enable it!

বৈদেশিক সাহায্যের আশায় থেকে স্বাবলম্বী হওয়া যায় না: ভাসানী

ঢাকা: বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির প্রধান মওলানা আবদুল হামিদ খান ভাসানী আগামী অর্থবছরের বাজেট সম্পর্কে এক বিবৃতিতে বলেন যে, প্রস্তাবিত বাজেটে মৃতপ্রায় জনসাধারণের কাঁধে করের বােঝা চাপিয়ে দেয়া হয়েছে ঠিক তেমনি বিদেশি ভাণ্ডারে রক্ষিত সম্পদের হিসাব ধরে খেয়ে পরে বেঁচে থাকার আশা দেয়া হয়েছে। শুক্রবার প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশে সাড়ে সাত কোটি মানুষের অবস্থা যখন সঙ্গীন হতে সঙ্গীনতর হচ্ছে তখন প্রস্তাবিত বাজেট পড়ে আমি বিস্মিত হয়েছি। মানুষ নিজের দীর্ঘায়ু কামনা করে নানা কল্পনার জাল বুনে। থাকে। পরের হাতে ধন রেখে বাজেট করা ড্রপ।
মওলানা ভাসানী আরাে বলেন, বর্তমান অর্থমন্ত্রী যখন আমার সাথে রাজনীতি করেছিলেন তখন সর্বত্র বক্তৃতা দিয়ে বেড়িয়েছেন যে কোনাে প্রকারের কর সরকার আরােপ করুক না কেন তার ভার জনগণকেই বহন করতে হয়। তিনি আরাে বলতেন যে, বৈদেশিক সাহায্যের আশায় বাজেট করলে কোনােদিন স্বাবলম্বী হতে পারে না। আজ তিনি ভুলে গেছেন যে, ছাড়া মােরগ যত তরতাজাই হােক ধরতে না পারলে শেষে বাঁধা মােরগেই হাত দিতে হয়। তিনি আরাে বলেন, রেকর্ড পরিমাণ ভােট দিয়েও দেশের বুভুক্ষু মানুষকেই বাজেটের নতিজা ভােগ করতে হবে। তা ভবিষ্যত বংশধরদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।৭৫

রেফারেন্স: ২১ জুন, ১৯৭৪, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!