You dont have javascript enabled! Please enable it! 1974.06.19 | এবারের বাজেটের বৈশিষ্ট্য | দৈনিক পূর্বদেশ - সংগ্রামের নোটবুক

এবারের বাজেটের বৈশিষ্ট্য

ঢাকা: বার্ষিক উন্নয়ন পরিকল্পনা খাতে ৫২৫ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। কৃষি ও গ্রামীণ সংস্থা খাতে ৯১.৫০ কোটি টাকা ব্যয় নির্ধারিত হয়েছে। ১৯৭৩-৭৪ এর সংশােধিত বাজেটে এর পরিমাণ ছিল ৮৮.২১ কোটি টাকা। পাট উৎপাদনের লক্ষ্য স্থির হয়েছে ৬৮৮ কোটি টনে।
১৯৭৪-৭৫ অর্থ সালে বৈদেশিক মজুরী ও ঋণ ৩৯৪ কোটি টাকা পাওয়া যাবে। সংশােধিত বাজেটে এই পরিমাণ ছিল ২৯৮.০০ কোটি টাকা। নয়া কর আরােপ থেকে আগামী অর্থ সালে রাজস্ব আসবে ৮৯.১৪ কোটি টাকা।
রাজস্ব বাজেটে বেসামরিক প্রশাসনে খরচ কমিয়ে ১১৪.২৮ কোটি টাকা করা হয়েছে। সংশােধিত বাজেটে এই খাতে ব্যয় বরাদ্দ ছিল ১১৮.৮৭ কোটি টাকা। প্রতিরক্ষা খাতে আগামী অর্থবছরে ব্যয় বরাদ্দ নির্ধারিত হয়েছে ৭১.০০ কোটি টাকা। চলতি সালে এই পরিমাণ ছিল ৬০.০০ কোটি টাকা। গত এক বছরে সাধারণভাবে জীবন ধারণের ব্যয় শতকরা ৪০ ভাগ বেড়েছে।৬৮

রেফারেন্স: ১৯ জুন, ১৯৭৪, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত