You dont have javascript enabled! Please enable it! 1974.06.19 | বাজেট সম্পর্কে সাত্তার অর্থমন্ত্রীর সৎ সাহসের প্রশংসা করেন | দৈনিক পূর্বদেশ - সংগ্রামের নোটবুক

বাজেট সম্পর্কে সাত্তার অর্থমন্ত্রীর সৎ সাহসের প্রশংসা করেন

ঢাকা: আজ জাতীয় সংসদে প্রদত্ত অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদের ১৯৭৪-৭৫ অর্থবছরের বাজেট বক্তৃতা দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরেছে। মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য, রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানায় অবস্থা ও সরবরাহ ও বিতরণ ব্যবস্থা সহ বিভিন্ন অর্থনৈতিক দুরাবস্থার কথা তিনি যেভাবে তুলে ধরেছেন তা সৎ সাহসিকতাপূর্ণ। এটা প্রশংসার দাবীদার। ঢাকা শিল্প ও বণিক সমিতির প্রেসিডেন্ট জনাব সাত্তার বাজেট সম্পর্কিত তার নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে উপরােক্ত মতামত দেন। সমিতির বিজ্ঞপ্তিতে এই তথ্যাদি পরিবেশন করা হয়। অর্থনৈতিক দুরবস্থা সম্পর্কিত জনাব তাজউদ্দীনের খােলাখুলি আলােচনার প্রশংসা করে জনাব সাত্তার বলেন, ভবিষ্যতে বেসরকারি পর্যায়ে অর্থনৈতিক তৎপরতার বাস্তব সুযােগ-সুবিধা দেয়া হবে বলে তিনি আশা রাখেন।৬৯

রেফারেন্স: ১৯ জুন, ১৯৭৪, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত