সংসদে বক্তব্য সম্পর্কে তাহের ঠাকুর
ঢাকা: তথ্য ও বেতার প্রতিমন্ত্রী জনাব তাহের উদ্দিন ঠাকুর গত ১৭ জুন জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে যে বিবৃতি দিয়েছিলেন সে সম্পর্কে তার বক্তব্য রেখেছেন। তিনি বলেন, ১৮ জুন। এক শ্রেণির পত্রিকায় পার্লামেন্টে ১৭ জুন জুনের কার্যবিবরণী প্রকাশিত হয়েছে তাতে আমার প্রশ্নোত্তরের একটি অংশের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। কয়েকটি স্থানে পার্লামেন্টের কার্যবিবরণী যথাযথভাবে তুলে ধরা হয়নি এবং এতে জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। যেহেতু পার্লামেন্টের অধিবেশন এখন চলছে, সেজন্য আমার পক্ষে স্বাভাবিক পন্থা হচ্ছে, প্রথম সুযােগেই স্পীকারের অনুমতি সাপেক্ষে সংসদের অধিবেশনে বিষয়টি সংশােধন করে নেয়া।৬২
রেফারেন্স: ১৮ জুন, ১৯৭৪, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত