You dont have javascript enabled! Please enable it! 1974.06.18 | চুক্তিতে মৈত্রী হয় না, মনের মিলেই বন্ধুত্ব: গিরি | দৈনিক পূর্বদেশ - সংগ্রামের নোটবুক

চুক্তিতে মৈত্রী হয় না, মনের মিলেই বন্ধুত্ব: গিরি

ঢাকা: বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-ভারত মৈত্রী দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে বলে সফররত প্রেসিডেন্ট ভি ভি গিরি আজ গভীর সন্তোষ প্রকাশ করেছেন। আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি জনাব মােহাম্মদ উল্লা ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে শ্রী গিরি এক ভােজ দেন। শ্রী গিরি বলেন, ১৯৭১ সালের পর থেকে উভয় দেশের নেতৃবর্গের মধ্যে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠক ও জনগণের মধ্যকার সমঝােতার ফলে পারস্পরিক মৈত্রী ও বন্ধুত্ব দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, দলিল অথবা চুক্তিতে মৈত্রী হয় না, মনের মিলেই বন্ধুত্ব হয়। রাষ্ট্রপতি গিরি বলেন, চিন্তাধারায় মিল ও জনগণের ভাগ্যোন্নয়নে একই কার্যসূচিতে বিশ্বাসী হওয়ায় উভয় দেশের যৌথ প্রচেষ্টাগুলাে ফলবতী হয়েছে। যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকলে উভয় দেশ অভীষ্ট লক্ষ্যে পৌছুতে সক্ষম হবে বলে তিনি দৃঢ় আশা প্রকাশ করেন। তিনি বলেন, নিজের মন্তব্য নির্ধারণে বাংলাদেশ নিজেই তার হর্তাকর্তা। ভবিষ্যতে সমান এমনকি বৃহত্তর হারে উভয় দেশের সহযােগিতা বাস্তব রূপ পরিগ্রহ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।৬১

রেফারেন্স: ১৮ জুন, ১৯৭৪, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত