You dont have javascript enabled! Please enable it! 1974.06.17 | ভারত অস্ত্র ফেরত দিচ্ছে | দৈনিক পূর্বদেশ - সংগ্রামের নোটবুক

ভারত অস্ত্র ফেরত দিচ্ছে

সংসদ ভবন: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষে তথ্য ও বেতার দফতরের প্রতিমন্ত্রী জনাব তাহের উদ্দিন ঠাকুর জানিয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক পরিত্যক্ত এবং ভারতে নিয়ে যাওয়া অস্ত্রশস্ত্র ভারত বাংলাদেশকে ফেরত দিতে শুরু করেছে, বেশ কিছু ইতােমধ্যেই এসে পৌঁছেছে। এবং অস্ত্রশস্ত্র ফেরত দেয়ার কাজ অব্যাহত রয়েছে। তিনি সােমবার জাতীয় সংসদে জনাব স, ম, বাবর আলীর এক প্রশ্নের জবাবে এ কথা জানান। তিনি বলেন যে, পরাজিত পাকিস্তানি সেনাবাহিনী তাদের সমর্থকদের মধ্যে বিতরণ, ইতস্তত বিক্ষিপ্তভাবে ফেলে রাখা বা ধ্বংস করার পর অবশিষ্ট যেসব অস্ত্রশস্ত্র মিত্রবাহিনী (ভারতীয় সেনাবাহিনী) হস্তগত করে সেগুলাে তখন তারা ভারতে নিয়ে যায়।৫৮

রেফারেন্স: ১৭ জুন, ১৯৭৪, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত