দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে আরাে ২০ হাজার টন সিমেন্ট দেবে
ঢাকা: বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মি: চান হিউন পাক আজ বলেছেন যে, তার দেশ চলতি বছর বাংলাদেশে পাঠানাে ৫০ হাজার টন সিমেন্টের অতিরিক্ত আরাে বিশ হাজার টন। সিমেন্ট সরবরাহ করতে পারে। রাষ্ট্রদূত চান হিউন পাক আগামীকাল সােমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি জনাব মােহাম্মদ উল্লাহর কাছে তার পরিচয়পত্র পেশ করবেন। তিনি ভারতে তার দেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। এনার সাথে আলােচনাকালে মি. পাক বলেন, বাংলাদেশের উন্নয়নমূলক কাজে সিমেন্টের জরুরি প্রয়ােজন সম্পর্কে তার দেশ সচেতন। তার দেশ বাংলাদেশকে আরাে বিশ হাজার টন সিমেন্ট প্রদানে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি আরাে জানান যে, তার দেশ বাংলাদেশের কৃষি এবং বস্ত্র শিল্পের যন্ত্রপাতিও সরবরাহ করবে। মি চান পাক উল্লেখ করেন, কৃষি উৎপাদন বাড়ানাের কাজে দক্ষিণ কোরিয়ার ৩০ জন কারিগরি বাঙালি ভাইদের পাশাপাশি কাজ করে যাচ্ছেন।২৬
রেফারেন্স: ৯ জুন, ১৯৭৪, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত