৬৭৬ জন বীর সৈনিক সাহসিকতার খেতাব পেয়েছেন
সংসদ ভবন: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষে জনাব তাহের উদ্দিন ঠাকুর জানান যে, স্বাধীনতা সংগ্রামে মােট ৬৭৬ জন বীর সৈনিককে সাহসিকতা খেতাব প্রদান করা হয়েছে। তিনি সােমবার জাতীয় সংসদে জনাব স, ম, বাবর আলীর এক প্রশ্নের জবাবে একথা জানান। তিনি জানান ‘৭৩ সালের ১৫ ডিসেম্বর তাদের নাম গ্যাজেট বিজ্ঞপ্তিতে ঘােষণা করা হয় এবং তাদের নগদ অর্থে পুরস্কার প্রদান করা হয়। তিনি জানান যে ৭জনকে বীরশ্রেষ্ঠ, ৬৮ জনকে বীরােত্তম, ১৭৫ জনকে বীরবিক্রম এবং ৪২৬ জনকে বীরপ্রতীক খেতাব দেয়া হয়।৫৯
রেফারেন্স: ১৭ জুন, ১৯৭৪, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত