আওয়ামী লীগ সংসদের বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি আলােচনা
ঢাকা: আজ আওয়ামী লীগ সংসদীয় দল দেশের সার্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি পর্যালােচনা করেন এবং যৌথ অভিযানের ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। চলতি বাজেট অধিবেশনে এটাই আওয়ামী লীগ সংসদীয় দলের প্রথম বৈঠক। এ বৈঠকে অন্যান্যের মধ্যে অধিকাংশ মন্ত্রী ও প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।
প্রধান সচেতক শাহ মােয়াজ্জেম হােসেন সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালােচনাকালে প্রধানমন্ত্রী আশা করেন যে, জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের প্রশ্নটি আগামী সােমবারে অনুষ্ঠিতব্য নিরাপত্তা পরিষদের এডমিশন কমিটির সর্বসম্মতিক্রমে অনুমােদন পাবে। প্রধান সচেতক জানান, প্রধানমন্ত্রী অত্যন্ত খােলাখুলিভাবে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি আলােচনা করেন এবং সমস্যা কাটিয়ে উঠতে সরকার যে সব ব্যবস্থা নিচ্ছেন তা ব্যাখ্যা করে সদস্যদের জানান। বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি এবং তেলের মূল্য বৃদ্ধির ফলে বাংলাদেশের মতাে উন্নয়নশীল দেশগুলাের উপর সৃষ্ট প্রতিক্রিয়া সম্পর্কে বঙ্গবন্ধু সদস্যদের অবহিত করেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশ যে সব অসুবিধার সম্মুখীন হচ্ছে তা ক্ষণস্থায়ী এবং তিনি আশা প্রকাশ করেন যে, দেশ এ সব অসুবিধা কাটিয়ে উঠবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তিনি জনগণের কল্যাণের জন্য কঠোর পরিশ্রম করতে সকলের প্রতি আবেদন জানান। জাতীয় স্বার্থের কাছে ব্যক্তিস্বার্থকে অবদমিত রেখে সভাবে কাজ করতে তিনি জন প্রতিনিধিদেরকে বলেন। প্রধান সচেতক সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদস্যদের কাছে বেআইনী অস্ত্র উদ্ধার এবং চোরাচালানী ও মজুতদার বিরােধী যৌথ অভিযানের ফল বর্ণনা করেন।
প্রধানমন্ত্রী সংসদীয় দলের সদস্যদের বলেন, সমাজে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য যৌথ অভিযান শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, যে পর্যন্ত না চোরাচালান ও মজুতদারী বন্ধ হচ্ছে এবং বেআইনী অস্ত্র উদ্ধার করা হচ্ছে সরকারকে তার অভিযান অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদস্যদেরকে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিতে বাংলাদেশের স্বাধীনতার শত্রুদের চক্রান্ত সম্পর্কে সতর্ক করে দেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরােধিতাকারী এসব ব্যক্তিদেরকে বিদেশি এজেন্ট বলে অভিহিত করে তিনি বলেন, তারা এখন বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটার মতলবে লিপ্ত রয়েছে।
শাহ মােয়াজ্জেম হােসেন বলেন, এ বৈঠকে প্রধানমন্ত্রী সদস্যদেরকে দেশের খাদ্য পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, গত দুই বছরে সরকার শুধুমাত্র খাদ্য খাতে ১৫০ কোটি টাকা ব্যয় করেছেন। তিনি আশা করেন পরিস্থিতির উন্নতি হবে এবং দেশ খাদ্যসমস্যা কাটিয়ে উঠবে। আজ বিকেলে সংসদ ভবনের কমিটি কক্ষে অনুষ্ঠিত এ বৈঠক এক ঘণ্টারও বেশি সময় স্থায়ী হবে। বৈঠকে বঙ্গবন্ধুর মাতা বেগম সায়েরা খাতুন, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম বদরুন্নেসা আহমদ এবং সংসদ সদস্য গাজী ফজলুর রহমানের মৃত্যুতে শােক প্রকাশ করা হয় এবং সদস্যরা মৃত ব্যক্তিদের আত্মার শান্তির জন্য মােনাজাত করেন।২৪
রেফারেন্স: ৮ জুন, ১৯৭৪, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত