You dont have javascript enabled! Please enable it! 1974.06.07 | বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্থনৈতিক স্বাধীনতা আনতে হবে: এম মনসুর আলী | দৈনিক পূর্বদেশ - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্থনৈতিক স্বাধীনতা আনতে হবে: এম মনসুর আলী

ঢাকা: শুক্রবার সারাদেশে ঐতিহাসিক ৭ জুন পালন করা হয়েছে। এই উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, ছাত্র শ্রমিক ও গণসংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। ঢাকার কারিগরি মিলনায়তন বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জনাব এ এইচ এম কামারুজ্জামান। সভায় প্রধান অতিথির ভাষণে জনাব মনসুর আলী বলেন যে, ঐতিহাসিক ৭ জুনই ৬ দফা আন্দোলনের প্রথম প্রত্যক্ষ কর্মসূচি দেয়া হয়। তাতে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতার কথা ছিল। তবে বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্থনৈতিক স্বাধীনতা আনতে হবে। তিনি বলেন, কোন কোন মহলে হতাশার সৃষ্টি হয়েছে। তবে সমাজতন্ত্র কায়েম করতে ব্যর্থ হলে সারা বিশ্বে সমাজতন্ত্র সম্পর্কে প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তিনি বলেন, আদমজী, ইস্পাহানী ও নুরুল আমীন-মাহমুদ আলীর প্রেতাত্মারা এখনও বাংলাদেশে রয়েছে। তারা কলকারখানার উৎপাদন ব্যাহত করে সরকারের জাতীয়করণ কর্মসূচি বানচাল করতে চায়, তাদের রুখতে হবে। তিনি আরাে বলেন যে, জনগণ চার টাকা সেরে চাল খেয়েও বঙ্গবন্ধুকে চায়। তাই এ কথা আমি বিশ্বাস করি না আমাদের সরকার ব্যর্থ হয়েছে। তিনি বলেন, যারা অস্ত্রের জোরে মানুষের ঘুম কেড়ে নিতে চায় তাদের দমন করার ক্ষমতা সরকারের আছে।২০

রেফারেন্স: ৭ জুন, ১৯৭৪, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত