সমাজ শত্রুদের চিহ্নিত করতে হবে: কামারুজ্জামান
ঢাকা: আওয়ামী লীগ সভাপতি জনাব এ এইচ এম কামারুজ্জামান বলেছেন, যারা অপরের শ্রম দিয়ে সম্পদের পাহাড় গড়ে তুলেছে তারা সমাজের শত্রু। জাতির শত্রু। সমাজতন্ত্র বাস্তবায়নের পথে এটা মারাত্মক অন্তরায়। তারা আওয়ামী লীগের সদস্য হতে পারে না। এদেরকে চিহ্নিত করতে হবে। জনতার সামনে ওদের স্বরূপ তুলে ধরতে হবে। আওয়ামী লীগ সভাপতি বলেন, ছাত্রলীগ একটি সংগ্রামী প্রতিষ্ঠান-এর অতীত ঐতিহ্য রয়েছে। সমাজ শত্রুদেরকে চিহ্নিত করতে হলে ছাত্রলীগকেই প্রথম দায়িত্ব নিতে হবে। তিনি ছাত্রলীগের প্রতিটি কর্মীকে সৎ, নিষ্ঠাবান ও আদর্শ চরিত্রের অধিকারী হওয়ার জন্য আহ্বান জানান। ঐতিহাসিক ৭ জুন উপলক্ষে শুক্রবার। বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে আয়ােজিত আলােচনা সভায় তিনি বক্তৃতা করছিলেন। সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি জনাব মনিরুল হক চৌধুরী। আওয়ামী লীগ সভাপতি বলেন, ছাত্রলীগ, আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও যুবলীগের মধ্যে বর্তমানে কিসের যেন অভাব পরিলক্ষিত হচ্ছে-এ যেন নৈরাজ্য বিরাজমান। এ থেকে মুক্তি পেতে হবে। অতীতের ন্যায় জনগণের ভালােবাসা অর্জন করতে হবে। জনতাকে সকল প্রকার শােষণ ও নির্যাতন থেকে মুক্তি দিতে হবে। তিনি বলেন, কেবলমাত্র ইনস্টিটিউট খুললেই সমাজতান্ত্রিক কর্মী সৃষ্টি হয় না, তথ্যগত বিদ্যায় শিক্ষা দেয়া যায়। এর জন্য প্রয়ােজন বাস্তব পরীক্ষা নিরীক্ষা। তিনি বলেন বিপ্লবের সময় এসেছে, এ বিপ্লব করতেই হবে, এবারের বিপ্লবই হচ্ছে শেষ বিপ্লব। তিনি এ বিপ্লবকে মহাবিপ্লব আখ্যায়িত করে ছাত্রলীগের প্রতিটি কর্মীকে বিপ্লবের ঝান্ডা এগিয়ে নিয়ে যাবার আহ্বান জানান।২১
রেফারেন্স: ৭ জুন, ১৯৭৪, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত