You dont have javascript enabled! Please enable it! 1974.06.01 | চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা চলছে | দৈনিক পূর্বদেশ - সংগ্রামের নোটবুক

চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা চলছে

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন আজ এখানে বলেন যে, উপমহাদেশের তিনটি দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের স্বার্থেই এখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, এই লক্ষ্যে পৌঁছানাের জন্য তিনটি দেশেরই আন্তরিক প্রচেষ্টা চালানাে উচিত। তেহরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হােসেন একথা বলেন। ইরান, কাতার, বাহরাইন ও আবুধাবীতে দশদিনের সফরের উদ্দেশ্যে ড. কামাল হােসেন আজ অপরাহে ঢাকা ত্যাগ করেন।
উপমহাদেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ভারতের সাম্প্রতিক পারমাণবিক বিস্ফোরণ প্রতিকূল অবস্থার সৃষ্টি করবে বলে পাকিস্তান যে প্রচার করে বেড়াচ্ছে তার উপর মন্তব্য করতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী উপরােক্ত মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী এ প্রশ্নে খুব বেশি কথা বলেননি তবে আশা প্রকাশ করেন যে, স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আন্তরিক প্রচেষ্টা চালানাে হবে।
রাতে নয়াদিল্লিতে অবস্থানের পর সকালে তিনি তেহরানে যাবেন। ইরানী পররাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও আন্তর্জাতিক বিষয় আলাপ-আলােচনা করবেন। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন যে, বাংলাদেশের জাতিসংঘভুক্তির প্রশ্নে চীন এবার বিরােধিতা করবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিকীকরণে প্রচেষ্টা চালানাে হচ্ছে। চার সদস্য বিশিষ্ট একটি দল পররাষ্ট্রমন্ত্রীর সাথে যাচ্ছেন। এতে রয়েছেন পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম। ড. কামাল হােসেন এক প্রশ্নের জবাবে জানান যে, কোন বিশেষ ব্যাপারে আলােচনা করতে তিনি ইরান যাচ্ছেন না। তবে বৈঠকে বিভিন্ন প্রশ্নের বিস্তৃত আলাপ-আলােচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২

রেফারেন্স: ১ জুন, ১৯৭৪, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত