You dont have javascript enabled! Please enable it!

সমাজবিরােধীদের দমনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ

মুন্সীগঞ্জ: বাংলাদেশ সরকারের প্রধান সচেতক শাহ মােয়াজ্জেম হােসেন দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কায়েম এবং সমাজবিরােধীদের উৎখাত করতে সরকারের দৃঢ়তার কথা পুনরায় জোর দিয়ে ঘােষণা করেন। মুন্সীগঞ্জ মহকুমার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধি এবং আইন প্রয়ােগকারী সংস্থার সদস্যদের এক সমাবেশে ভাষণদানকালে তিনি বলেন, সমাজবিরােধীদের উৎখাত না করা পর্যন্ত জনগণ স্বাধীনতার সুফল ভােগ করতে পারবে না।
শাহ মােয়াজ্জেম হােসেন বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সরকার নির্যাতিত জনতার স্বার্থে নিবেদিত। তিনি এই আশ্বাস দেন যে, রাজনৈতিক বা ব্যক্তিগত কারণে কাউকে নাজেহাল করা হবে না। তিনি বলেন, সরকার এবং আইনের চোখে প্রতিটি মানুষ সমান।
বেআইনী অস্ত্র উদ্ধার কাজে নিয়ােজিত যৌথ অভিযানের সাথে জনগণকে সহযােগিতা করতে তিনি আহ্বান জানান। স্থানীয় সমস্যাদি সম্পর্কে বলতে গিয়ে প্রধান সচেতক বলেন, স্থানীয় বালিকা বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।৩

রেফারেন্স: ১ জুন, ১৯৭৪, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!