You dont have javascript enabled! Please enable it! 1974.05.30 | স্বাস্থ্যখাতকে উপযুক্ত মর্যাদা দেয়া হবে- আবদুল মান্নান | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

স্বাস্থ্যখাতকে উপযুক্ত মর্যাদা দেয়া হবে

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জনাব আবদুল মান্নান এখানে বলেছেন যে, আগামী বাৎসরিক উন্নয়ন প্রকল্পে স্বাস্থ্যখাতকে যথাযােগ্য মর্যাদা দেয়া হবে। জনাব আবদুল মান্নান বিকেলে প্যারামেডিক্যালের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। প্রধান অতিথির ভাষণ দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল ও জনস্বাস্থ্যের উন্নতির জন্য যে সম্পদ বরাদ্দ করা হয়েছে তা কাজে লাগাতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার স্বাস্থ্য দফতরের রূপরেখা প্রদান করতে যেয়ে জনাব মান্নান বলেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়ের শেষ নাগাদ প্রত্যেক জেলায় ১শত বেডের একটি করে হাসপাতাল, প্রত্যেক মহকুমায় ৫০ বেডের একটি করে হাসপাতাল এবং প্রত্যেক থানায় একটি করে মােট ৩শত ৫৬টি পাবলিক হেল্প সেন্টার নির্মাণ করা হবে। তিনি আরাে বলেন, এ ছাড়াও দেশের মেডিকেল কলেজ গুলাের পরিকল্পনাকালে উন্নয়ন সাধন করা হবে। এই মেডিকেল কলেজগুলাে থেকে প্রত্যেক বছর কমপক্ষে ২শত ডাক্তার বেরিয়ে আসবে বলে জনাব মান্নান তাঁর ভাষণে উল্লেখ করেন।১০৮

রেফারেন্স: ৩০ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত