You dont have javascript enabled! Please enable it!

যুক্ত ইশতেহারে বঙ্গবন্ধু ও সেনঘর, দুই দেশের সম্পর্ক সুদৃঢ় করার সংকল্প

ঢাকা: বাংলাদেশ ও সেনেগালের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করার সংকল্প ঘােষণা করা হয়েছে। সেনেগালের প্রেসিডেন্ট মি. লিওপােল্ড সেনঘরের ৪দিন ব্যাপী রাষ্ট্রীয় সফরশেষে বুধবার অপরাহ্বে প্রকাশিত এক ইশতেহারে উক্ত সংকল্পের কথা বলা হয়। ইশতেহারে বলা হয় যে, প্রেসিডেন্ট সেনঘর ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জোটনিরপেক্ষ নীতির প্রতি তাদের ওয়াদার কথা পুনরুল্লেখ করেছেন এবং আলজিয়ার্সে অনুষ্ঠিত ৪র্থ জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলনের ঘােষণা বাস্তবায়নের জন্য নিজেদের পক্ষ থেকে যত বেশি সম্ভব অবদান রাখার ব্যাপারে একমত হয়েছেন। প্রেসিডেন্ট সেনঘর ও বঙ্গবন্ধু উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিভিন্ন পন্থা নিয়ে আলাপ-আলােচনা করেন। তারা অদূর ভবিষ্যতে সেনেগালে একটি চটকল স্থাপনের প্রস্তাব নিয়েও আলােচনা করেন এবং উভয় দেশের মধ্যে সহযােগিতার ক্ষেত্র সম্প্রসারণের কারণে সন্তোষ প্রকাশ করেন। বঙ্গবন্ধু সেনেগালের প্রেসিডেন্টকে উপমহাদেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এতদঞ্চলের দেশগুলাের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য বাংলাদেশ বার বার যে কার্যকরী ও প্রত্যক্ষ পদক্ষেপ গ্রহণ করেছে সে সম্পর্কে প্রেসিডেন্ট সেনঘরকে অবহিত করা হয়। উপমহাদেশের শান্তি ও সমঝােতার উন্নয়নে বাংলাদেশ যে সমস্ত পদক্ষেপ নিয়েছে। সেনেগালের প্রেসিডেন্ট তার প্রশংসা করেন। প্রেসিডেন্ট সেনঘর আফ্রিকার অন্য দেশগুলাের সঙ্গে সহযােগিতার উন্নয়নে তারা যে সম্প্রতিবেশীসুলভ শান্তিপূর্ণ ও গঠনমূলক নীতি অবলম্বন করেছে। সে সম্পর্কে বঙ্গবন্ধুকে অবহিত করেন। প্রেসিডেন্ট সেনঘর গিনি-বিসাউ, এ্যাঙ্গেলা ও মােজাম্বিকের মুক্তি সংগ্রামের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কেও বঙ্গবন্ধুকে অবহিত করেন। উভয় নেতা সাম্রাজ্যবাদ ও পরিবেশবাদ ও বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে আফ্রিকার জনগণের সংগ্রামের প্রতি পূর্ণ সমর্থনের কথা উল্লেখ করেন। উভয় নেতা পশ্চিম এশিয়ার কতিপয় সেক্টরে সৈন্য অপসারণে সন্তোষ প্রকাশ করেন। তারা আরবদের ন্যায্য সংগ্রামের প্রতি সবাত্মক সমর্থন ঘােষণা করেন এবং এই মর্মে মতাে প্রকাশ করেন যে, অধিকৃত আরব এলাকা থেকে ইসরাইলী সৈন্য সরিয়ে নেয়া হলেও ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পুনরুদ্ধার হলেই সেখানে ন্যায়সঙ্গত সমাধান ও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠিত হতে পারে।১০৩

রেফারেন্স: ২৯ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!