You dont have javascript enabled! Please enable it! 1974.05.29 | খাদ্য উৎপাদন বৃদ্ধিকল্পে ১০৪২ কোটি টাকা বরাদ্দ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

খাদ্য উৎপাদন বৃদ্ধিকল্পে ১০৪২ কোটি টাকা বরাদ্দ

কুমিল্লা: স্থানীয় স্বায়ত্তশাসন পল্লী উন্নয়ন ও সমবায় দফতরের প্রতিমন্ত্রী জনাব দেওয়ান ফরিদ গাজী আজ এখানে বলেছেন যে, দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সরকার ১০৪২ কোটি টাকা মঞ্জুর করেছেন। দেওয়ান ফরিদ গাজী থানা কৃষি অফিসার, থানা সমবায় অফিসার, থানা সেচ প্রজেক্ট অফিসার, থানা সার্কেল অফিসার (উন্নয়ন রেভিনিউ), থানা পশু পালন অফিসার, থানা বন সম্পদ অফিসার, ও থানা বি এ ডি সি অফিসাদের পল্লী উন্নয়ন একাডেমীতে সাড়ে ৪ মাস ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। ভাষণ দিতে গিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, দেশকে অবশ্যই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। কারণ বিদেশের খাদ্যশস্য সরবাহের উপর দেশ কোনদিন নির্ভর করতে পারে না। আমরা আমাদের খাদ্য উৎপাদন ৮ লাখ টন থেকে ১০ লাখ ২০ হাজার টনে উন্নীত করেছি বলে মন্ত্রী জানান। প্রতিমন্ত্রী আরও বলেন যে, উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম বছরের জন্য সরকার এরই মধ্যে ৪৫ কোটি ১৮লাখ টাকা মঞ্জুর করেছে। অধিক খাদ্য ফলাও এর অভিযান চালাতে কৃষকদের উদ্যোগী করে তােলার জন্য প্রতিমন্ত্রী থানা অফিসারদের প্রতি আহ্বান জানান। এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি দফতরের প্রতিমন্ত্রী ক্ষিতিশ চন্দ্র মন্ডল ও স্থানীয় স্বায়ত্তশাসন পল্লী উন্নয়ন ও সমবায় দফতরের উচ্চ পর্যায়ের অফিসারগণ।১০৪

রেফারেন্স: ২৯ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত