তােলারাম কলেজে ছাত্র সমাবেশে শিক্ষামন্ত্রী
নারায়ণগঞ্জ: শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক দফতরের মন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী দেশের ভবিষ্যৎ দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে নিজেদেরকে পুরােপুরি প্রস্তুত করার জন্য মঙ্গলবার ছাত্র সমাজের প্রতি উপদেশ দেন। নারায়ণগঞ্জে অবস্থিত তােলারাম কলেজ ছাত্র ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত ভাষণে মন্ত্রী বলেন যে, ছাত্রসমাজ সঠিকভাবে শিক্ষিত ও প্রশিক্ষণপ্রাপ্ত না হলে সাহজ ও মর্যাদার সাথে ভবিষ্যতে দেশে নেতৃত্বদান করতে পারবে না। অধ্যাপক ইউসুফ আলী বলেন যে, দেশে মারাত্মক অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। এমনকি ছাত্রসমাজও এই সংকটের আবর্তে পতিত হয়েছে। অবশ্য তিনি আশা করেন যে ছাত্রসমাজ যারা ছিলেন স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত এমন সব কার্যকলাপ ক্ষেত্রে নিজেদেরকে সরিয়ে রাখবে না। তাদের নৈতিক ও দৈহিক বিকাশে বাধা সৃষ্টি করে। শিক্ষামন্ত্রী শিক্ষক সমাজকে সৎ শিক্ষাদান কাজে নিয়ােজিত থাকার আহ্বান জানান। এর ফলে শুধুমাত্র ডিগ্রী ও সার্টিফিকেটধারীর পরিবর্তে উন্নত যুব সমাজ ও উন্নত নাগরিক সৃষ্টি হবে। ছাত্র সমাজকে নিরবচ্ছিন্ন অধ্যয়ন, কঠোর পরিশ্রম ও খেলাধুলায় অনুপ্রাণিত করার জন্য শিক্ষামন্ত্রী শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানান। কলেজের অধ্যক্ষ জনাব শামসুল হুদা, সংসদ সদস্য জনাব এ কে এম শামসুজ্জোহা ও আফজাল হােসেন এবং শ্রী রণেশ দাশগুপ্ত ও অনুষ্ঠানে বক্তৃতা করেন।১০৫
রেফারেন্স: ২৯ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত