You dont have javascript enabled! Please enable it! 1974.05.28 | জাতীয় অর্থনীতিতে চা শিল্পের উপর গুরুত্ব আরােপ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

জাতীয় অর্থনীতিতে চা শিল্পের উপর গুরুত্ব আরােপ

চট্টগ্রাম: বাণিজ্যমন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ আজ এখানে দেশের অর্থনৈতিক উন্নয়ন নীতির লক্ষ্যের সাথে সামঞ্জস্যতা রেখে চা শিল্পের সমর্থিত কর্মকৌশলের প্রতি গুরুত্ব আরােপ করেন। চট্টগ্রাম শিল্প বণিক সমিতির দফতরে বাংলাদেশ চা সংসদের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির ভাষণদানকালে তিনি উপরােক্ত মন্তব্য করেন। তিনি চা বাগান মালিকদের চা বাের্ড ও সরকারের পক্ষ থেকে প্রয়ােজনীয় সহযােগিতা ও সাহায্য প্রদানের আশ্বাস দেন। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের সমৃদ্ধির সাথে চা শিল্পের একটি ঘনিষ্ঠ যােগাযােগ রয়েছে। তিনি বলেন, এই শিল্পের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকেরই এ ব্যাপারে গভীর সমঝােতা থাকা উচিত। চা শিল্পের সমস্যা সম্পর্কে রিপাের্ট প্রদানের জন্য সরকার বিভিন্ন কমিটি ও কমিশন গঠন করেন। এসব কমিটি ও কমিশন প্রদত্ত রিপাের্ট এখন সরকারের বিবেচনাধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, চা বাগানগুলাে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু বর্তমানে প্রায় অধিকাংশ চা বাগানই প্রায় পূর্ণোদ্যমে উৎপাদন শুরু হয়েছে। তিনি বলেন, চা শিল্পের সমস্যা সম্পর্কে সরকার পূর্ণ সচেতন এবং এসব সমস্যা নিরসনের জন্য তার সীমিত সম্পদের সদ্ব্যবহার করার পদক্ষেপ নিয়েছে। তিনি জাতীয় অর্থনীতিতে চা শিল্পের গুরুত্বের কথা পুনরুল্লেখ করেন।১০১

রেফারেন্স: ২৮ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত