You dont have javascript enabled! Please enable it! 1974.05.27 | আন্তর্জাতিক পরিস্থিতি ও পারস্পরিক বিষয়ে বঙ্গবন্ধু-সেনঘর পূর্ণ মতৈক্য | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

আন্তর্জাতিক পরিস্থিতি ও পারস্পরিক বিষয়ে বঙ্গবন্ধু-সেনঘর পূর্ণ মতৈক্য

ঢাকা: বাংলাদেশ সফররত সেনেগালের প্রেসিডেন্ট মি. লিওপােল্ড সেনঘর এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে অনুষ্ঠিত দু ঘণ্টাকার স্থায়ী আনুষ্ঠানিক বৈঠকে দু’দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ আন্তর্জাতিক পরিস্থিতির উপর ব্যাপক আলােচনা অনুষ্ঠিত হয়েছে। আলােচনাকালে প্রেসিডেন্ট লিওপােল্ড সেনঘর এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন বিষয়ে পূর্ণ মতৈক্যে পৌছেছেন। নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠিত উক্ত আনুষ্ঠানিক আলােচনায় বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন, পাটমন্ত্রী জনাব শামছুল হক, ডেপুটি চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম, সেনেগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আনারুল হক এবং পররাষ্ট্রমন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল জনাব আবুল আহসান উপস্থিত ছিলেন। অপরদিকে সেনেগালের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী মি. আসান স্যাক, রাষ্ট্রদূত মি, আদ্রে কোলবারী, বহির্বাণিজ্য বিভাগীয় পরিচালক মি. পিয়ারে কামা, জনসম্পদ মন্ত্রণালয়ের কারিগরি উপদেষ্টা আবদুল করিম সি ডি বী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগীয় প্রধান মি. ইব্রাহিমাগী আলােচনাকালে উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলােচনাকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল জনাব আবুল আহসান জানান, প্রেসিডেন্ট লিওপােল্ড সেনঘর এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দু’দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে ব্যাপক আলােচনা করেছেন। তিনি জানান নেতৃবৃন্দের আলােচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এবং বিভিন্ন বিষয় তারা পূর্ণ মতৈক্যে পৌছেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট লিওপোেল্ড সেনঘরের কাছে উপমহাদেশের সর্বশেষ পরিস্থিতি এবং এই অঞ্চলের সমঝােতা ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টার বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পর পর স্বাক্ষরিত দুটি দিল্লি চুক্তির উল্লেখ করেন। তিনি জানান, বঙ্গবন্ধু সকল অমীমাংসিত সমস্যার পারস্পারিক গ্রহণযােগ্য সমাধানে বাংলাদেশের গভীর আগ্রহের কথা প্রেসিডেন্ট সেনঘরকে অবহিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আফ্রিকার নির্যাতিত জনগণের পক্ষে বাংলাদেশের সমর্থনের কথা পুনরায় ঘােষণা করে বলেন, বাংলাদেশের জনগণ উপনিবেশবাদ ও বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে পরিচালিত সংগ্রামে অব্যাহত সমর্থন জানাবে। তিনি জানান মধ্যপ্রাচ্য সম্পর্কে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ আরবদের ন্যায়সঙ্গত সংগ্রামে অব্যাহত সমর্থন জ্ঞাপন করবে। বঙ্গবন্ধু অবিলম্বে আরব এলাকার উপর ইসরাইলী আক্রমণ বন্ধ করার দাবী জানান। তিনি জানান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং পরবর্তীকালে আন্তর্জাতিক সংস্থাসমূহে বাংলাদেশের সদস্যপদ লাভের জন্য সেনেগাল যে সমর্থন দিয়েছে তার জন্য বঙ্গবন্ধু প্রেসিডেন্ট সেনঘরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট সেনঘর: জনাব আবুল আহসান সাংবাদিকদের জানান, সেনেগালের প্রেসিডেন্ট লিওপোেল্ড সেনঘর দু’দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের উপর আরও ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য গুরুত্ব আরােপ করেছেন। তিনি জানান, প্রেসিডেন্ট সেনঘর তার দেশের কৃষি শিক্ষা, সংস্কৃতি এবং শিল্প ক্ষেত্রে অগ্রগতির কথা বঙ্গবন্ধুকে অবহিত করেন। তিনি আরও জানান যে, প্রেসিডেন্ট সেনঘর তার দেশের জন্য বাংলাদেশ হতে পাট ও পাটজাত দ্রব্য এবং চা আমদানি করতে গভীর আগ্রহ প্রকাশ করেন।৯৬

রেফারেন্স: ২৭ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত