কাউন্সিল আহ্বান নিয়ে ভাসানী-ন্যাপ নেতাদের বিবৃতি ও পাল্টা বিবৃতি অব্যাহত
ঢাকা: ভাসানী পন্থী ন্যাশনাল আওয়ামী পার্টির ভাঙন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দলের সাংগঠনিক কমিটি গঠনের ব্যাপারে কাউন্সিল অধিবেশন আহ্বান নিয়ে বাকবিতণ্ডা এবং উপদলীয় কোন্দল অব্যাহত রয়েছে। একদিকে মওলানা ভাসানী তার এককালীন সহকর্মীদের কমিউনিস্ট এবং নাস্তিক বলে আখ্যায়িত করে দল থেকে বিতাড়িত করতে চাচ্ছেন। অপরদিকে মওলানা সাহেবের প্রাচীন সহচররা অভিযােগ করছেন, মওলানা ভাসানী দক্ষিণপন্থী কোটারির শিকার হয়েছেন। এদিকে রবিবার ভাসানী-ন্যাপের বিভিন্ন জেলা ও মহকুমা শাখার ৯ জন নেতার বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন যে, গত ২৩ মে বিভিন্ন সংবাদপত্রে তাদের ৯ জনের নাম স্বাক্ষরিত যে প্রতিবাদ বিবৃতি ছাপা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তারা বলেন ভাসানী-ন্যাপের এডহক কমিটি দপ্তর সম্পাদকের প্রেরিত উক্ত বিবৃতিতে তাদের স্বাক্ষর করার প্রশ্নই উঠে না। বিবৃতিতে ৯ নেতা বলেন, বিবৃতিদানকারীরা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তাদের নামের সাথে সঙ্গতি রেখে কতিপয় নাম প্রকাশ করেছেন। তারা এটাকে রাজনৈতিক জালিয়াতি, মিথ্যাচার ও ন্যক্কারজনক বলে বর্ণনা করেন। বিবৃতিতে ৯ নেতা তাদের স্বাক্ষর প্রকাশ করতে বলেন। সম্প্রতি মওলানা ভাসানী সংবাদপত্রে যে বিবৃতি প্রদান করেছেন ৯ নেতা তাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেন। বিবৃতিতে ৯ নেতা পুনরায় দলের সঙ্কট নিরসনের জন্য অবিলম্বে কাউন্সিল অধিবেশন আহ্বানের দাবী জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন সৈয়দপুর নগর ন্যাপের সভাপতি ড. মােহাম্মদ হানিফ উদ্দিন, বরিশাল জেলা ন্যাপের সহসভাপতি নুরুল ইসলাম খান, সাতক্ষীরা ন্যাপের সহসভাপতি শেখ আমানুল্লাহ, নারায়ণগঞ্জ মহকুমা ন্যাপের প্রচার সম্পাদক নুরুল ইসলাম কাঞ্চন, চট্টগ্রাম নগর ন্যাপের সাধারণ সম্পাদক কাজী শহীদ উদ্দিন, ভাসানী-ন্যাপের কেন্দ্রীয় কার্যকরী কমিটির প্রাক্তন সদস্য মুজিবুর রহমান চৌধুরী, মৌলভী বাজার মহকুমা ন্যাপের সভাপতি হাজী আবদুল গণি, ফেনী মহকুমা ন্যাপের সম্পাদক আবুল খায়ের এবং নােয়াখালীর জাতীয় কাউন্সিলর আবুল কাশেম।৯৪
রেফারেন্স: ২৬ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত