You dont have javascript enabled! Please enable it! 1974.05.25 | বঙ্গবন্ধু মর্মাহত | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধু মর্মাহত

ঢাকা: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী বেগম বদরুন্নেসা আহমদের আকস্মিক অকাল মৃত্যুতে গভীরভাবে মর্মাহত হন। বঙ্গবন্ধু সােমবার এক শােক বাণীতে বলেন, বাংলাদেশের মুক্তির সংগ্রামের অন্যতম বীরঙ্গনা বিশিষ্ট আওয়ামী লীগ নেত্রী এবং মন্ত্রিসভার আমার অন্যতম সহকর্মী বেগম বদরুন্নেসা আহমেদের অকাল মৃত্যুতে আমি মর্মাহত। আমাদের মুক্তির সংগ্রাম এবং স্বাধীনতার উত্তরকালে জাতীয় পুনর্গঠন তার ভূমিকা অনুসরণযােগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ব্যক্তিগত জীবনে নানা বাধা বিপত্তি সত্ত্বেও তিনি যেভাবে আওয়ামী লীগের পতাকাতলে থেকে জনগণের সেবা করেছেন, সুখে দুঃখে ও সংগ্রামে জনসাধারণের সাথে একাত্ম হয়ে কাজ করেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। পরম করুণাময় তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। বঙ্গবন্ধু পরে বেগম বদরুন্নেসা আহমদের বাড়িতে গিয়ে মরহুমার পরিবারবর্গকে সান্ত্বনা জানান। বঙ্গবন্ধু মরহুমার ছেলেমেয়েদেরও সান্ত্বনা দেন এবং তাদের সাথে কিছুক্ষণ সময় কাটান। আওয়ামী লীগের শােকসভা: বাংলাদেশ আওয়ামী লীগ বেগম বদরুন্নেসা বেগমের অকালমৃত্যুতে শনিবার অপরাহে দলের কেন্দ্রীয় দফতরে এক শােকসভার আয়ােজন করেন। শােকসভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি জনাব এ. এইচ. এম. কামারুজ্জামান। শােকসভায় মরহুমার প্রতি গভীর শ্রদ্ধা জানানাে হয়। সভায় মরহুমার কর্ম ও অবদানের বিভিন্ন দিক উল্লেখ করে ভাষণ দেন দলীয় সভাপতি জনাব এ. এইচ, এম, কামারুজ্জামান, শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী, শিল্পপ্রতিমন্ত্রী অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী, অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ, স্বাস্থ্যমন্ত্রী জনাব আবদুল মান্নান ও আইনমন্ত্রী শ্রী মনােরঞ্জন ধর, বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা শাখার নেত্রী বেগম ফরিদা রহমান এমপি, বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি এবং বাংলাদেশ শিক্ষক সমিতি ও বেগম বদরুন্নেসা আহমদের মৃত্যুতে শােক প্রকাশ করেন।৯০

রেফারেন্স: ২৫ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত