আদর্শ নাগরিক গড়তে শিক্ষাদান একটি গুরুত্বপূর্ণ দিক: রাষ্ট্রপতি
ঢাকা: রাষ্ট্রপতি জনাব মােহাম্মদ উল্লা বলেছেন, শিক্ষা ব্যবস্থার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আদর্শ নাগরিক গড়ে তােলা। তিনি বলেন, এ দায়িত্ব বুদ্ধিজীবী এবং শিক্ষকদের। রাষ্ট্রপতি সকালে ছাত্র শিক্ষক কেন্দ্রে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির ৩দিন ব্যাপী সম্মেলন উদ্বোধন করছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী। সভাপতিত্ব করেন বাগশিসের সভাপতি অধ্যাপক আ ফ ম খলিলুর রহমান। রাষ্ট্রপতি বলেন যে, সুষ্ঠু শিক্ষা পদ্ধতি অনুসরণের মাধ্যমে গণশক্তিকে উদ্বোধিত ও সঞ্জীবিত করতে পারলেই শিল্প ও সম্পদের দেশের নবজাগরণের সূত্রপাত হবে। শিক্ষাবিদদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের তরুণ শিক্ষার্থী সম্প্রদায়ের মধ্যে নীতিবােধ, দেশপ্রেম, কায়িক ও মানসিক কর্মে উদ্দীপনা ও আগ্রহের সঞ্চার করে জাতির জীবনে কল্যাণকর মূল্যবােধ প্রতিষ্ঠায় এগিয়ে আসুন। বর্তমান শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন যে, এখানকার শিক্ষা ব্যবস্থা রূপ দেয়া হয়েছিল প্রাক স্বাধীনতা যুগে। স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থার সঙ্গে তা বহুলাংশে সঙ্গতিহীন। রাষ্ট্রপতি জনশক্তির পরিপূর্ণ বিকাশ ঘটাতে হলে সময়ের সাথে সঙ্গতিপূর্ণ শিক্ষাব্যবস্থা চালুর উপর গুরুত্ব আরােপ করেন।৮৪
রেফারেন্স: ২৪ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত