You dont have javascript enabled! Please enable it! 1974.05.24 | সরকারের লক্ষ্য গণমুখী শিক্ষা ব্যবস্থা | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

সরকারের লক্ষ্য গণমুখী শিক্ষা ব্যবস্থা

ঢাকা: বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সম্মেলনে প্রধান অতিথির ভাষণে অধ্যাপক ইউসুফ আলী বলেন, শিক্ষকদের সমাজে প্রকৃত মূল্য প্রদান করা না হলে সমাজ কোনদিনই পরিশােধিত হবে না। তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে গণমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা। অধ্যাপক ইউসুফ বলেন, জাতি আজ এমন শিক্ষা ব্যবস্থা চাচ্ছে যা নৈতিক মূল্যকে আরাে বৃদ্ধি করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মতিন চৌধুরী বলেন, শিক্ষার উদ্দেশ্য সৃষ্টিশীলতা এবং লালন। ড. চৌধুরী এই প্রসঙ্গে নােট বইয়ের অভিশাপ থেকে শিক্ষাকে মুক্ত করার জন্য শিক্ষকদের অগ্রণী হতে অনুরােধ করেন। তিনি বলেন, নােট বই ছাত্রদের চিন্তাকে পঙ্গু করে, সৃষ্টিশীলতার পথকে রুদ্ধ করে, মূল বই পাঠে নিরুৎসাহ করে এবং পুনঃজ্ঞান লাভের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।৮৫

রেফারেন্স: ২৪ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত