বাংলাদেশ-সুইডেন চুক্তি স্বাক্ষরিত
ঢাকা: সুইডেন সরকার বাংলাদেশকে সহজ শর্তে ১৪ কোটি ৫ লাখ টাকা (৮ কোটি সুইডেন ক্রোনার) সাহায্য প্রদান করছেন। শুক্রবার এ বিষয়ে সুইডেন এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব এবং সুইডেনের পক্ষে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মি. টর্ড পামলােন্ড চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া সুইডেন সরকার ১৯৭৪-৭৫ সালে বাংলাদেশকে ৭ হাজার মণ গম সরবরাহ করবে। এছাড়াও এই অর্থ সরকারি এবং বেসরকারি খাতে সরঞ্জাম, খুচরা যন্ত্রাংশ, কাচামাল এবং ভােজ্য আমদানির জন্য ব্যয় করা হবে।৮৬
রেফারেন্স: ২৪ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত