You dont have javascript enabled! Please enable it!

তথাকথিত বিপ্লবীরা আমার ঘাড়ে সওয়ার হয়ে বাজীমাৎ করতে চায়: ভাসানী

সন্তোষ: বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির প্রধান মওলানা আবদুল হামিদ খান ভাসানী বুধবার সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত রাশেদ খান মেননের বিবৃতির তীব্র সমালােচনা করেন। নিচে মওলানা সাহেবের বিবৃতির পূর্ণ বিবরণ দেয়া হলাে। রাশেদ খান মেননের প্রেস কনফারেন্সের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করায় আমি শুধু দেশবাসীর নিকট এই বলতে চাই যে, তথাকথিত ‘বিপ্লবী নামধারী কমিউনিস্টরা’ গত ৩০ বছর আমার ঘাড়ে সওয়ার হয়ে রাজনীতি করে বাজীমাৎ করতে চায়। কিন্তু তাদের আশা-আকাঙ্ক্ষা মােটেই পূরণ করতে পারেনি। কারণ, আমি কোনাে কালেই কমিউনিস্ট ছিলাম না এবং বর্তমানেও নেই। ইনশাল্লাহ ভবিষ্যতেও হবাে না। আমি আজীবন শােষণ ও জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে ইনশাল্লাহ শেষদিন পর্যন্ত তা করে যাবাে। আমি বারবার তাদেরকে বলেছি আমার পাছে ঘুরে ‘তথাকথিত কমিউনিজম’ প্রচার করায় কোনাে লাভ হবে না। তােমরা নিজেদের আদর্শ অনুযায়ী পৃথকভাবে নিজেদের সংগঠন গড়ে তুলতে চেষ্টা কর। একই ব্যক্তি কমিউনিস্ট পার্টির সদস্য ও বিভিন্ন একটি রাজনৈতিক দলের সদস্য হয়ে সমাজকে ধোঁকা দেয়া ছাড়া কোনাে ফল হবে না।৭৬

রেফারেন্স: ২২ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!