বাংলাদেশে মার্কিন সাহায্য, উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত
ঢাকা: বাংলাদেশের পরিকল্পনা কমিশনের এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের সেক্রেটারি জনাব এম এ সাঈদুজ্জামান ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মি. ডেভিজ ইউজিন বস্টার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারদ্বয়ের মধ্যে অর্থনৈতিক কারিগরি ও সংশ্লিষ্ট সাহায্য চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তি বাংলাদেশে ভবিষ্যৎ মার্কিন সাহায্যের ভিত্তি রচনা করবে। এর ফলে দুই দেশের মধ্যকার অব্যাহত সহযােগিতা ও বন্ধুত্বের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হলাে। প্রথম মার্কিন ত্রাণ পুনর্বাসন সাহায্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার মাত্র ২ বছর পরেই অদ্যকার এই গুরুত্বপূর্ণ চুক্তিটি সম্পাদিত হবে। জাতিসংঘের ত্রাণ তৎপরতা বিভিন্ন স্বচ্ছাসেবী সংস্থা ও জরুরি সাহায্য যৌথ তৎপরতার মাধ্যমে মার্কিন খাদ্য সাহায্য যুক্তরাষ্ট্রের প্রদত্ত ত্রাণ ও পুনর্বাসন সাহায্যের সর্বমােট পরিমাণ হলাে ৪৩ কোটি ৩০ লক্ষ ডলারেরও অধিক। এই সাহায্য অপরিশােধযােগ্য হিসেবে বাংলাদেশের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনকল্পে প্রদান করা হয়েছে। খাদ্য ও অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্য আমদানি এবং কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে পুনর্গঠনকালে অর্থ প্রদান এবং পরিবহন ও যােগাযােগ প্রভৃতি খাতে এই সাহায্য অন্তর্ভুক্ত ছিল।৭১
রেফারেন্স: ২১ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত