ভাসানী-ন্যাপ দক্ষিণপন্থী চক্রের কুক্ষিগত: মেনন
ঢাকা: ভাসানী ন্যাপের প্রাক্তন প্রচার সম্পাদক জনাব রাশেদ খান মেনন মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে জানান যে, পার্টির গঠনতন্ত্র মােতাবেক ন্যাপের জাতীয় কাউন্সিল অধিবেশন আহ্বান করার জন্য এক-তৃতীয়াংশ জাতীয় কাউন্সিলারের স্বাক্ষর-যুক্ত একটি রিকুইজিশন নােটিশ পার্টির প্রধান মওলানা ভাসানীর নিকট প্রদান করা হয়েছে। ৫২৬ জন কাউন্সিলরের স্বাক্ষরযুক্ত রিকুইজিশন নােটিশে আগামী ১ মাস অর্থাৎ ২১ জুনের মধ্যে ন্যাপের জাতীয় কাউন্সিল অধিবেশন ডাকতে বলা হয়েছে। জনাব মেনন বলেন, পার্টির চেয়ারম্যান মওলানা ভাসানী এই নির্ধারিত সময়ের মধ্যে কাউন্সিল অধিবেশন ডাকতে ব্যর্থ হলে রিকুইজিশন নােটিশ প্রদানকারীরা নিজেরাই কাউন্সিল অধিবেশন ডাকবে। জনাব রাশেদ খান মেনন জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে ভাষণদানকালে বলেন, ন্যাপের অভ্যন্তরে মশিউর-রাজী চক্রের দক্ষিণপন্থী সুবিধাবাদী ও আন্দোলন বিরােধী চক্রান্তমূলক হীন তৎপরতার ফলে ন্যাপ আজ সাংগঠনিকভাবে বিপর্যস্ত ও পঙ্গু হয়ে পড়েছে। বিভিন্ন ছলে ও কৌশলে মশিউর-রাজী চক্র ন্যাপের জাতীয় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, মাওলানা ভাসানী ন্যাপ কাউন্সিলরদের উপেক্ষা করে অগণতান্ত্রিকভাবে এডহক কমিটি গঠন করার ফলে গােটা সংগঠনটি গণআন্দোলন বিরােধী দক্ষিণপন্থী সুবিধাবাদীদের কুক্ষিগত হয়ে পড়েছে। এসব সুবিধাবাদী গােষ্ঠীর হাত হতে ন্যাপকে রক্ষা করার জন্যই জাতীয় কাউন্সিলর রিকুইজিশন নােটিশ প্রদান করেছে বলে জনাব মেনন উল্লেখ করেন। রাশেদ খান মেনন বলেন, প্রদত্ত রিকুইজিশন নােটিশে নিম্নোক্ত শর্তবলী আরােপ করা হয়েছে:
১. কাউন্সিলর অধিবেশনে প্রতিষ্ঠানের আগে বর্তমান এডহক কমিটি বাতিল ঘােষণা করতে হবে।
২. কাউন্সিল অধিবেশন ঢাকা শহরে অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।
৩. কাউন্সিল অধিবেশনের আলােচ্যসূচি হিসেবে গণ-আন্দোলনের কর্মসূচি গ্রহণ, ঘােষণা ও গঠনতন্ত্র চূড়ান্তভাবে গ্রহণ জাতীয় কার্যকরী সংসদের আলােচ্যসূচি সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
৪. অধিবেশনের জন্য মওলানা ভাসানীকে চেয়ারম্যান করে একটি কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করতে হবে।৭২
রেফারেন্স: ২১ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত