You dont have javascript enabled! Please enable it! 1974.05.21 | কামাল-গ্রোমিকো হৃদ্যতাপূর্ণ আলােচনা | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

কামাল-গ্রোমিকো হৃদ্যতাপূর্ণ আলােচনা

মস্কো: সােভিয়েত ইউনিয়নের বিভিন্ন পত্র-পত্রিকা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. কামাল হােসেনএর মস্কো উপস্থিতি ও তৎসংক্রান্ত সংবাদ ফলাও করে প্রকাশ করেছে। এখানকার প্রভাবশালী পত্রিকা ইজভেস্তিয়া ড. কামাল হােসেনের ছবি ও সংক্ষিপ্ত জীবনী ছাপিয়েছে। জাতীয় সংবাদপত্র প্রাভদা ও ইজভেস্তিয়া ড. কামাল হােসেন ও আদ্রে গ্রোমিকোর মধ্যেকার আলােচনা সম্পর্কে সংবাদ পরিবেশন করেছে। দু’জনের মধ্যে আন্তরিকতাপূর্ণ পরিবেশে আলােচনা অনুষ্ঠিত হয়েছে বলে পত্রিকা জানিয়েছে। দুই দেশের মধ্যে বন্ধুত্বমূলক সম্পর্ক জোরদার ও সহযােগিতা বৃদ্ধি সম্পর্কে আলােচনা করা হয়। তারা বিভিন্ন আন্তর্জাতিক সমস্যাসহ দুই দেশের মধ্যকার স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ-আলােচনা করেন। গত ১৭ মে আদ্রে গ্রোমিকো ড. কামাল হােসেনের সম্মানে যে ভােজ দেন তাতে দুই পররাষ্ট্রমন্ত্রী পরস্পর মতামত বিনিময় করেন বলে পত্রিকায় উল্লেখ করা হয়েছে। মি. গ্রোমিকো উল্লেখ করেন যে, দুই দেশের মধ্যে বন্ধুত্বমূলক সম্পর্ক রয়েছে। দুইদেশ তাদের ভাগ্য উন্নয়নের জন্য অনেক ক্ষেত্রে যৌথভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।৭৩

রেফারেন্স: ২১ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত