বেসরকারি কলেজ শিক্ষকদের প্রতি তাহের উদ্দিন ঠাকুর
চট্টগ্রাম: তথ্য ও বেতার দফতরের প্রতিমন্ত্রী জনাব তাহেরউদ্দিন ঠাকুর এখানে সেন্ট প্লাসিড স্কুল হলে বেসরকারি স্কুল কলেজ সমিতি এক সম্মেলন উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক জাতীয় শিক্ষক বলে উল্লেখ করে প্রাইমারী থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন যে, জাতীয় জীবনে চরিত্র গঠন ও জীবনের নব মূল্যায়নে শিক্ষক সম্প্রদায়ের বিরাট অবদান রয়েছে। তিনি দুঃখ করে বলেন যে, এক শ্রেণির শিক্ষিত হয় তারা জনগণ থেকে দূরে সরে গেছে না হয় জনগণের বিরাট অংশ তাদের ত্যাগ করেছে। তিনি তাদেরকে জনগণের সাথে সৌহার্দ্যমূলক সম্পর্ক স্থাপনের উপদেশ দেন। মন্ত্রী ঘােষণা করেন যে, আত্মপ্রবঞ্চনাকারীদের ইতিহাসের পাতায় কোন স্থান নেই। তিনি শিক্ষক সম্প্রদায়কে জাতীয় সেবায় নিজেদের উৎসর্গ করার জন্য এগিয়ে আসতে আহ্বান জানান।৬৭
রেফারেন্স: ২০ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত