You dont have javascript enabled! Please enable it! 1974.05.20 | ভারতের আণবিক বিস্ফোরণে ভাসানীর প্রতিক্রিয়া | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

ভারতের আণবিক বিস্ফোরণে ভাসানীর প্রতিক্রিয়া

সন্তোষ: ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান মওলানা ভাসানী বলেছেন যে, ভারত পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে ভারতের প্রতিষ্ঠাতা মহাত্মা গান্ধী ও ভারতের নির্মাতা পণ্ডিত নেহরু কর্তৃক প্রবর্তিত শান্তি ও অহিংসার নীতি লংঘন করেছে। মাওলানা ভাসানী সাহেব গত রবিবার সন্তোষে তার বাসভবনে বার্তা সংস্থার সঙ্গে সাক্ষাৎকারকালে একথা বলেছেন। বয়ােবৃদ্ধ জননেতা মওলানা ভাসানী বলেন, এই সময়ে ভারতের পারমাণবিক বিস্ফোরণের অর্থই হল এ অঞ্চলের দেশগুলাের প্রতি হুমকি প্রদান। মাওলানা সাহেব বলেন, যারা পারমাণবিক পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন তারা যদিও শান্তির কাজে তা ব্যবহারের কথা বলেছেন তবু তা শান্তির কাজে লাগবে না। পারমাণবিক পরীক্ষা-নিরীক্ষা সারা বিশ্বব্যাপী উত্তেজনাই সৃষ্টি করে রাখবে। মওলানা সাহেব মহাত্মা গান্ধী ও পণ্ডিত নেহরুর কথা উল্লেখ করে বলেন যে এই দুই নেতা পারমাণবিক অস্ত্রসজ্জার নিন্দা করেছিলেন এবং তাদের জীবদ্দশায় তারা শান্তিকামীদের সঙ্গে হাত মিলিয়ে পারমাণবিক অস্ত্র সজ্জার বিরুদ্ধে বিশ্বজনমত সৃষ্টির কাজে নিয়ােজিত ছিলেন। মওলানা সাহেব বলেন গত বছরও ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী নিজে বৃহৎ শক্তিবর্গের পারমাণবিক অস্ত্রসজ্জার কঠোর সমালােচনা করেছিলেন ও নিন্দা করেছিলেন এবং অস্ত্র প্রতিযােগিতা বন্ধ করার ওপর গুরুত্ব আরােপ করেছিলেন।৬৮

রেফারেন্স: ২০ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত