You dont have javascript enabled! Please enable it! 1974.05.18 | মওলানা ভাসানীর লন্ডন সফর স্থগিত | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

মওলানা ভাসানীর লন্ডন সফর স্থগিত

ঢাকা: মওলানা ভাসানী এক মাসের জন্য তার লন্ডন যাত্রা স্থগিত রেখেছেন। তার স্থগিতের কারণ হিসেবে বলা হয়েছে যে, সাম্প্রতিক বাংলাদেশ-ভারত শীর্ষ বৈঠকে, বেরুবাড়িকে ভারতের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত এবং দেশের খাদ্য পরিস্থিতির কারণে তিনি তার এই সফর স্থগিত করেছেন। এদিকে বিশ্বস্ত মহল থেকে প্রাপ্ত খবরে জানা যায় যে, মওলানা ভাসানীর লন্ডন সফর স্থগিতের প্রকৃত কারণ তা নয়। মওলানা ভাসানীর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে যে, মওলানা সাহেব অন্য কারণে আপাতত লন্ডন যাচ্ছেন না। মওলানা সাহেব চীনের বাংলাদেশকে স্বীকৃতি এবং বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ পর্যন্ত অপেক্ষা করবেন বলে উক্ত মহল জানিয়েছেন। ভুট্টোর সাম্প্রতিক চীন সফরকালে বাংলাদেশ সম্পর্কে চীনের নমনীয় মনােভাব এবং জাতিসংঘের সদস্যভুক্তির ব্যাপারে পুনরায় প্রস্তাব উত্থাপনের ঘটনাকে কেন্দ্র করেই মওলানা ভাসানী এ সিদ্ধান্ত গ্রহণ করেন বলে উক্ত সূত্রে প্রকাশ। বিশ্বস্তসূত্রে আরাে জানা যায় যে, বাংলাদেশের স্বীকৃতির প্রশ্নে চীন সরকারের মনােভাব মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রসমূহ এবং মক্কায় অবস্থিত বিশ্ব ইসলামী সংস্থার কর্মকর্তাদের যাচাইয়ের জন্য মওলানা ভাসানী লন্ডন সফরের পরিকল্পনা করেছিলেন।৬৪

রেফারেন্স: ১৮ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত